গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ-উজ-জামান উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় সভা করেছেন
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ উজ-জামান প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া,চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে সকল কর্মকর্তাদেরকে সঠিক ও নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন বানচালের চক্রান্তের সাথে কেউ জড়িত থাকলে তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি নির্দেশনা দেন। নির্বাচনী কেন্দ্রগুলোতে শতভাগ হ্যালোজেন লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে বলে জানান। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা-১২টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসার মোঃ লুৎফর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরুল আমিন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: তুষার আহমেদ,
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকিবুল হাসান ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া প্রমূখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা রহমান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, সরকারি মুকসুদপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড: কবির উদ্দিন আহমেদ,সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহবুব হাসান বাবর, জনতা ব্যাংক পিএলসির মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসান ও মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।
এরপর মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোপালগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সম্পন্ন করার লক্ষে
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ উজ-জামান মহোদয় গোপালগঞ্জে-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মিজানুর রহমান সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় প্রার্থীরা আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছতা ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা জোরদার করার ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আরো পদক্ষেপ প্রত্যাশা করেছেন।
Aminur / Aminur
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা
ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ 'কচ জাল' জব্দ ও পুড়িয়ে ধ্বংস
বাহারি বিজ্ঞাপনে ত্রিশালে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে উঠেছে দন্ত চিকিৎসালয়
কর্মবিরতিতে লোহাগড়ায় স্থবির শিশু স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে শত শত পরিবার
কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ