ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

অনিক বিশ্বাসের নতুন সিনেমা 'মার্বেল'


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২৫ দুপুর ১:২০

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে অনিক বিশ্বাসের নতুন সিনেমা ‘মার্বেল’। বিশেষ এই দিনে সিনেমাটির ঘোষণা আসতেই দেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। স্টাইলিশ নির্মাতা হিসেবে পরিচিত অনিক বিশ্বাস তার নতুন এই প্রকল্পে দর্শকদের জন্য ভিন্নমাত্রার অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শিরোনাম ঘোষণার মধ্য দিয়েই ‘মার্বেল’ নজর কেড়েছে শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ একটি থিমের কারণে। সিনেমাটির প্রাথমিক কনসেপ্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, এই সিনেমার গল্প দর্শকের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে নাড়া দেবে। নির্মাতার ভাষায়, ‘মার্বেল’ শুধুই বিনোদন নয়, বরং মানবিক অনুভূতি ও বাস্তবতার প্রতিফলন তুলে ধরবে বড় পর্দায়।

কাস্টিং ও শুটিং প্রসঙ্গে অনিক বিশ্বাস জানান, সিনেমার সব প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। কাস্টিংয়ে থাকছে বৈচিত্র্য, যা গল্পকে আরও প্রাণবন্ত করে তুলবে। নতুন বছরের একদম শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পুরো পরিকল্পনাই করা হয়েছে সময়োপযোগী ও পরিমিতভাবে, যাতে দর্শকদের প্রত্যাশার সর্বোচ্চ মান বজায় রাখা যায়।

‘মার্বেল’ সিনেমাটি প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস। উল্লেখযোগ্য বিষয় হলো, সিনেমাটির পরিচালনার পাশাপাশি গল্প, সংলাপ ও চিত্রনাট্য নিজেই লিখেছেন অনিক বিশ্বাস। সব মিলিয়ে ‘মার্বেল’ দেশের সিনেমা জগতে নতুন এক মানদণ্ড স্থাপন করবে বলে আশাবাদী নির্মাতা ও সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম