এক নির্ভীক ইউএনওর পদোন্নতি
মৌলভীবাজার জেলার জুড়ীতে যোগদানের পর থেকে দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে ইতোমধ্যে দায়িত্বশীল কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষের মন জয় করেছেন উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম। কল্যাণকর কাজের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালনে একনিষ্ঠভাবে কাজ করা এ ইউএনও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন।
অদৃশ্য করোনার থাবায় পুরো বিশ্ব যখন স্থবির, ঠিক তখনই করোনা প্রতিরোধ ও জনগণকে সচেতন রাখতে সারাদেশের প্রশাসনিক কর্মকর্তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। গত বছরের ৩০ জুন জুড়ী উপজেলার ইউএনও হিসেবে যোগদানের পর থেকে উপজেলাবাসীকে করোনামুক্ত রাখার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন এ উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার সাধারণ মানুষকে সচেতন রাখার পাশাপাশি দরিদ্র মানুষের কাছে সরকারি সহায়তা তুলে দিতে ছুটে চলেছেন উপজেলার শেষ সীমানা অবধি। এ উপজেলায় যোগদানের পূর্বে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জনগণের সুরক্ষার জন্য কাজ করতে গিয়ে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।
উপজেলার ঐতিহ্যবাহী জুড়ী নদী প্রভাবশালী অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে তিনি কাজ করেছেন দিন-রাত। নদী দখলমুক্ত করার পাশাপাশি পরবর্তীতে যাতে কেউ আবার নদী দখল করতে না পারে সেদিকেও নজর রেখেছেন অবিরত। পরিবেশের ক্ষতিসাধন করে যারা পাহাড়-টিলা কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন হরহামেশা। ইউএনওর জোরালো পদক্ষেপের ফলে জুড়ীতে টিলা কাটা ইতোমধ্যে অনেকটাই কমে এসেছে।
উপজেলার হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ঘর সরকারি খাসজমি না পাওয়ায় বারবার ফিরে যাচ্ছিল। কিন্তু তিনি জুড়ীতে যোগদানের পর খুঁজে খুঁজে সরকারি জমি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করেছেন। জুড়ী নদীর রাবার ড্যাম অংশে অবৈধভাবে একটি পক্ষ বাঁধ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করার সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরের দিন নিজে উপস্থিত থেকে অবৈধ বাঁধ অপসারণে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
সরকারি কাজে দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে তিনি নিয়মিত সরকারি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে তদারকি করেছেন। যেখানে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানেই কাজ বন্ধ রেখে কাজের মান ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Chemical Engineering and Polymer Science-এর সাবেক মেধাবী শিক্ষার্থী, ৩০তম বিসিএস ক্যাডারের চৌকস এ দায়িত্বশীল অফিসার ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ময়মনসিংহ জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এরপর তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইউএনও হিসেবে যোগদানের পূর্বে তিনি জাপানের University of Tsukuba থেকে MS in Environmental Sciences সম্পন্ন করেন। সর্বশেষ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পান।
পদন্নতির ফলে জুড়ী উপজেলা থেকে চলে গেলেও তার দায়িত্বশীল আচরণ ও সৃজনশীল কর্মযজ্ঞ জুড়ীবাসী মনে রাখবে আজীবন। এ উপজেলা প্রতিষ্ঠার পর থেকে যতজন ইউএনও দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে আল-ইমরান রুহুল ইসলাম ছিলেন একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল নির্ভীক ইউএনও।
এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, চাকরিজীবনে পদোন্নতি আরো ভালো কাজ করার সুযোগ এনে দেয়। অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ার ফলে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ হলো। এজন্য সরকারের কাছে চিরকৃতজ্ঞ।
এ সময় তিনি আরো বলেন, জুড়ী উপজেলায় কাজ করার ক্ষেত্রে উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা পেয়েছি। পরবর্তীতে যেখানেই দায়িত্ব পালন করি না কেন, জুড়ী উপজেলাবাসীর কথা মনে থাকবে আজীবন।
এমএসএম / এমএসএম
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন
জুড়ীতে মরহুম আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে সেবার মান নিয়ে প্রশ্ন তুললেন স্বাস্থ্য বিভাগের ডিজি
আউশপাড়ায় “আল দ্বীন হিফজ একাডেমি”র উদ্বোধন
বাগান থেকে হাত-মুখ বাঁধা যুবকের লাশ, হত্যার অভিযোগ তদন্তে পুলিশ
রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল ও যানজট নিরসনে মানববন্ধন
মানিকগঞ্জে গোসল করতে নেমে ২ শিশু নিহত
স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে নৌকাডুবি: শিবচরের চার যুবক নিখোঁজ, পরিবারে আহাজারি
রায়গঞ্জে সড়ক ধসে সৃষ্টি হয়েছে বড় গর্তের, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
মান্দায় ইউপি সদস্যের ক্ষমতায় সরকারি রাস্তার ২৮টি গাছ কর্তন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মেহেরপুরে আশ্রয়ন প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Link Copied