ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

রেকর্ড ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-১২-২০২৫ বিকাল ৫:৩৪

রপ্তানি বাণিজ্য ও টেকসই উন্নয়নে অবদানের জন্য সম্প্রতি ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বহুমুখী শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ। এর মাধ্যমে  ষষ্ঠবারের মতো সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করল ডিবিএল গ্রুপ; যা তৈরি পোশাক খাতে (আরএমজি) অভূতপূর্ব রেকর্ড।
এইচএসবিসির পাশাপাশি, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি ডিবিএল গ্রুপকে বাংলাদেশের একমাত্র শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে যারা এখন পর্যন্ত ছয়বার গৌরবময় এই সম্মাননা অর্জন করেছে। দেশের শিল্পখাতে এই রেকর্ড অতুলনীয়।
ডিবিএল গ্রুপের বহুমুখী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়, এর মধ্যে রয়েছে বিশ্ববাজারে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি ও সম্প্রসারণ, সম্পূর্ণ ভার্টিকালি ইন্টেগ্রেটেড নিটওয়্যার ইকোসিস্টেমের মাধ্যমে উদ্ভাবন এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সরবরাহ ব্যবস্থার (সাপ্লাই-চেইন) প্রতিবন্ধকতার মধ্যেও অটল থাকা।
এ বিষয়ে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার বলেন, “এই পুরস্কার একবার জেতা একটি বিশেষ বিষয়। কিন্তু ছয়বার এই পুরস্কার অর্জন করা এবং বাংলাদেশের একমাত্র শিল্পগোষ্ঠী হিসেবে এই গৌরব ধরে রাখার মধ্য দিয়ে বোঝা যায় যে, ধারাবাহিকতা, সততা এবং উদ্ভাবনই হলো সত্যিকারের রপ্তানি শ্রেষ্ঠত্বের মূল স্তম্ভ। এই স্বীকৃতি ডিবিএল পরিবারের প্রতিটি সদস্য এবং আমাদের অংশীদারদের প্রাপ্য।”
বর্তমানে আন্তর্জাতিক ক্রেতারা পরিবেশগত, সামাজিক এবং সুশাসন (ইএসজি) মানদণ্ড, ইউরোপীয় ইউনিয়নের রেগুলেটরি কমপ্লায়েন্স এবং সাপ্লাই চেইনের স্বচ্ছতার ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এই সময়ে ডিবিএল গ্রুপ কেবল এসব শর্তই কেবল পূরণ করছে না; বরং একইসাথে, এই খাতের নতুন মানদণ্ড নির্ধারণ করছে। প্রতিষ্ঠানটির ‘এন্ড-টু-এন্ড ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন’ মডেল সর্বাধুনিক কোয়ালিটি কন্ট্রোল, দ্রুত বাজারজাতকরণ এবং যাচাইযোগ্য টেকস ইমপ্যাক্ট নিশ্চিত করে, যা প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাছে পছন্দসই কৌশলগত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তৈরি পোশাক খাতে অগ্রসর হওয়ার পাশাপাশি, ডিবিএল গ্রুপের বহুমুখী ব্যবসায়িক পোর্টফোলিও আন্তর্জাতিক অংশীদারদের কাছে এর আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদী গুরুত্বকে আরও শক্তিশালী করেছে। বর্তমানে সিরামিক টাইলস, ফার্মাসিউটিক্যালস, ইনফ্রাস্ট্রাকচার ও ড্রেজিং, পোশাকের অ্যাক্সেসরিজ, টেলিকম, অ্যাগ্রো, অ্যাভিয়েশন, ডিজিটাল সল্যুশন ও গ্লোবাল ফ্যাশন রিটেইলসহ বিভিন্ন খাতে গ্রুপের ব্যবসা বিস্তৃত রয়েছে।
বিশ্বব্যাপী পোশাক সংগ্রহের হাব হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ। আর এমন সময়েই ডিবিএল গ্রুপ নৈতিক, টেকসই ও সর্বাধুনিক প্রযুক্তিগত উৎপাদনের ক্ষেত্রে অগ্রণী অবস্থানে রয়েছে। ষষ্ঠবারের মতো এই এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডটি কেবল অতীত সাফল্যের উদযাপন নয়; বরং, একটি দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী পোশাক খাত গড়ে তোলার ক্ষেত্রে নিরলস নেতৃত্বের প্রতিশ্রুতি।

এমএসএম / এমএসএম

*‘প্রপার্টি ফেয়ার ২০২৬’-এর আয়োজন করেছে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড*

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সাথে নবগঠিত শরী‘আহ সুপারভাইজরি কমিটির মতবিনিময়

ট্রাস্ট ব্যাংকের ভিসা সিগনেচার প্লাস ক্রেডিট কার্ড উদ্বোধন

সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে কমিউনিটি ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

অনুষ্ঠিত হলো আইইউবিএটি’র ৯ম সমাবর্তন

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত