ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বারহাট্টায় বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৩:৪৬

আমন ধান কাটা-মাড়াই শেষ হতে না হতেই বোরো ধান চাষাবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি ও বীজ বপণেরকাজে ব্যস্ত সময় পার করছেন বারহাট্টার বিভিন্ন এলাকার কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের বোরো ধানের বীজতলা তৈরীর কর্মব্যস্ততা এখন চোখে পড়ার মতো। কেউ বীজতলায় সেচ দিচ্ছেন, কেউ লাঙ্গল দিয়ে, কেউ কোদাল দিয়ে বীজতলা চাষ করছেন আবার কেউ মই দিয়ে বীজতলা সমান করছেন। অনেক চাষীই আবার অঙ্কুরিত বীজ ধানগুলো বীজতলায় ছিটাচ্ছেন। বীজতলা তৈরির জন্য সাধারণত নিচু ও খাল বিলের জমি নির্বাচন করা হয়ে থাকে। শুষ্ক মৌসুম নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসব নিচু জমি ও বিলের পানি শুকিয়ে যায়। ঠিক তখনই শুরু হয় বীজতলা তৈরির এই মহোৎসব।

কৃষকরা জানায়, আগে বীজ বপন করতে পারলে ধানের চারা সতেজ সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলনও ভালো হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় তারা স্থানীয় হাট-বাজার থেকে উচ্চফলনশীল ও স্বল্প জীবনকাল উফশি, হাইব্রিড জাতের ধান বীজ ক্রয় করে চারাগুলো পরিচর্যার কাজ করছেন। কৃষি অফিসের পরামর্শে এবার ব্রী- ২৮, ব্রী- ২৯, ব্রী- ৫৮, ব্রী- ৮৮, ব্রী- ৮৯, ব্রী- ১০০ ও ব্রী- ১০২ জাতের বীজ ধানের বীজতলা তৈরী করেছেন বেশিরভাগ এলাকার কৃষক।

সরেজমিনে গিয়ে উপজেলা সদরের কাশবন গ্রামের কৃষক অসিত ক্ষত্রিয়, নিজাম উদ্দিন, সাহতা ইউনিয়নের বোয়ালী গ্রামের কৃষক শামসুল ইসলাম, জাহান আলী, বাউসী ইউনিয়নের মোয়াটি গ্রামের কৃষক জজ মিয়া, রিপন শেখসহ কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, আগাম বীজতলা করায় সময়মতো রোপণ করা যাবে। বেশী শীত পড়ার আগে বীজ বপণ করলে অধিক বীজের চারা গজায়। তবে খরচ বাড়ায় আমাদের দুশ্চিন্তাও বেড়েছে। সময়মতো সেচ প্রকল্পের পানি পেলে ভালো ফলন হবে।

তারা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে বেড়েছে সার, ডিজেল ও কীটনাশকের দাম। পাশাপাশি দাম বেড়েছে কৃষি শ্রমিক, হলচাষ মজুরি। এতে গত বছরের তুলনায় ধান রোপণ, পরিচর্যা, সেচমূল্য, ধান ঘরে তোলা পর্যন্ত বাড়তি টাকা গুণতে হবে আমাদের এলাকার কৃষকদের।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা  জানান, কৃষকদের আগাম বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে যাতে শৈত্যপ্রবাহের ক্ষতি এড়ানো যায়। পাশাপাশি কৃষকদের মানসম্পন্ন বীজ বপনের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি ও কারিগরি সহায়তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উপজেলার অধিকাংশ কৃষক তাদের বীজতলা তৈরির কাজও প্রায় শেষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো মৌসুমে ভালো উৎপাদনের আশা করা যাচ্ছে।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)