চান্দগাঁও ট্রাফিক পুলিশের টিআই আশীষের অত্যাচারে অতিষ্ঠ পরিবহন মালিক শ্রমিক

নগরীর চান্দগাঁও এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিআই আশীষের অত্যাচারে অতিষ্ঠ পরিবহন মালিক শ্রমিকেরা।টিআই আশীষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবৈধ পরিবহন থেকে মাসোহারা, টোকেন বাণিজ্য, ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া বাণিজ্য, চাঁদাবাজি, জিম্মি করে টাকা আদায়, টাকা না পেলে অযথা গাড়িতে মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। চাঁদাবাজি ও ঘুষ কেলেংকারিতে জড়িয়ে রীতিমতো আলোচনায় রয়েছেন চান্দগাঁও জোনের ট্রাফিক পরিদর্শক (টিআই) আশীষ কুমার পাল। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকলেও বহাল তবিয়তে রয়েছে। পুলিশ সদরদপ্তরেও একাধিক অভিযোগ জমা হয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধ। বিভিন্ন সময় গণমাধ্যমেও প্রকাশ হচ্ছে নানা অনিয়মের সংবাদ। গত মে মাসে টি আই আশীষ কুমার পাল'কে অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছিল বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন। তবুও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ! টিআই আশীষের এলাকায় রযেছে পাঁচ হাজার অবৈধ পরিবহন। বহদ্দারহাট টু কালুরঘাট পর্যন্ত এলাকাটির বিভিন্ন স্থানে গড়ে উঠেছে যত্রতত্র অবৈধ পরিবহন স্ট্যান্ড। বিভিন্ন পাড়া মহল্লার অলিগলিতেও চলছে নিষিদ্ধ গাড়ি।
বহদ্দারহাট পুলিশ ফাঁড়ির সামনে সড়কের এক লেন দখল করে গড়ে উঠেছে টেম্পো স্ট্যান্ড। এখান থেকে অন্তত দেড়শ রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি চলে চকবাজার হয়ে কোতোয়ালি পর্যন্ত। একই জায়গা থেকে চলছে অটো টেম্পোও। পুলিশ ফাঁড়ির পেছনে রয়েছে মিনি বাস টার্মিনাল। এটি ভোলা টার্মিনাল হিসেবে পরিচিত। অথচ বাসের জন্য নির্ধারিত টার্মিনাল থাকলেও সরু এই সড়কে একাধিক বাস কাউন্টার খুলে টার্মিনাল গড়ে তুলেছে কতিপয় চক্র। বহদ্দারহাট মদিনা হোটেলের সামনে রয়েছে একটি অটো টেম্পো স্ট্যান্ড। এখান থেকে কয়েকশো গাড়ি নতুনব্রীজ পর্যন্ত চলাচল করছে রীতিমতো। হক মার্কেটের সামনেও রয়েছে টেম্পো স্ট্যান্ড। এসব গাড়ি জেলার রাউজান থানার নোয়াপাড়া পর্যন্ত চলাচল করছে। বহদ্দারহাট মসজিদের সামনে থেকে চানমিয়া সড়ক হয়ে হাজিরপুল পর্যন্ত চলাচল করছে টেম্পো।
দীর্ঘ এক যুগ পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তালতলা সড়কে গড়ে তোলা হয়েছে একটি মাইক্রোবাস স্ট্যান্ড। ফরিদের পাড়ার অন্তত বিশ হাজার বাসিন্দার চলাচলে মারাত্মক বেগ পেতে হয়। ইভটিজিংসহ ছিনতাইয়ের ঘটনাও হচ্ছে নিয়মিত। স্থানীয়রা দীর্ঘদিন এটি উচ্ছেদের দাবি জানিয়ে আসলেও আমলে নিচ্ছে না পুলিশ। খাজা রোডে চলাচল করতে দেখা যায় গ্রাম সিএনজি টেক্সি, যা শহরে নিষিদ্ধ। এটি শুধু একটি মোড়ের দৃশ্য, পুরো চান্দগাঁও থানা এলাকায় আরো অসংখ্য পরিবহন স্ট্যান্ড ও নিষিদ্ধ গাড়ি চলাচল করছে ট্রাফিক পুলিশের 'টোকেন বাণিজ্যে'।
এই রুটে অবৈধ ভাবে চলাচল করা বিভিন্ন গ্রাম সিএনজি চালকরা জানান, ট্রাফিক ইনস্পেকটর আশীষ কুমার পালের নামে আগে টোকেন দেওয়া হলেও এখন কৌশল বদলে দেওয়া হচ্ছে টোকেন। বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা কথিত সাংবাদিকের নামে এসব টোকেন দেওয়া হয়। এরা মূলত আশীষের প্রতিনিধি হিসেবে কাজ করছে।
মাসে অন্তত কোটি টাকার চাঁদাবাজি হয় চান্দগাঁও জোনের বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত চলাচলরত পরিবহন থেকে। যার বড় একটি অংশ যায় চান্দগাঁও জোনে কর্মরত পুলিশের ট্রাফিক ইনস্পেকটর (টিআই) আশীষ কুমার পালসহ উর্ধতন মহলে। এসব টাকা আদায় ও দেখভালের জন্য রয়েছে বেতনভুক্ত কর্মচারীও।
দেখা গেছে, টি আই আশীষ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন গাড়ি জব্দ ও জরিমানা করতে। অথচ টিআই-কে যারা মাসোহারা দিচ্ছে, যাদের টোকেন রয়েছে তারা নির্বিঘ্নে চলাচল করছে। এর বাইরে অন্যান্য গাড়ি আটক কিংবা জরিমানা করে, যা সেফ আইওয়াশ বলে মন্তব্য করেন বিভিন্ন গাড়ি চালকেরা।
পুরো চান্দগাঁও থানা এলাকায় ঘুরে দেখা গেছে অবৈধ পরিবহনের ছড়াছড়ি। পুরাতন চান্দগাঁও, পাঠানিয়াগোদা, হামিদচর এলাকায় চলাচল করছে নিষিদ্ধ ব্যাটারি টমটম ওরিক্সা। সিএন্ডবি মোড়, বিসিক শিল্প এলাকায়ও একই চিত্র দেখা গেছে। কাপ্তাই রাস্তার মাথার মোড়ে রয়েছে নগরের সবচেয়ে বড় গ্রাম সিএনজি টেক্সি স্ট্যান্ড। উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলাচল করে এসব টেক্সি। মোহরা কালুরঘাট এলাকায় অন্তত দুই হাজার ব্যাটারি রিক্সা দাপিয়ে বেড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে কড়া নিষেধাজ্ঞা আরোপ হলেও আমলে নিচ্ছে না পুলিশ। মাঝেমধ্যে এসব গাড়ি আটক করা হলেও টাকার বিনিময়ে ফের ছেড়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে সড়কে নির্বিঘ্নে চলছে নিষিদ্ধ এসব যান। এ বিষয়ে ট্রাফিক পুলিশের টিআই আশীষ কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন।
এমএসএম / এমএসএম

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু
