বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
পৌষের মাঝামাঝি সময়ে পুরো দমে শীতের আমেজ শুরু হলেও বারহাট্টার বিভিন্ন এলাকার বাজারে সবজির বাজার এখনও চড়া। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সপ্তাহ জুড়ে সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার কাঁচা বাজারে ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটোর মতো শীতের পরিচিত সবজি এখন শোভা পাচ্ছে প্রায় প্রতিটি দোকানেই। তবে বাজরে শীতকালীন সবজির আমদানি বাড়লেও বাজারে এখনও সবজির দাম রয়ে গেছে বেশ চড়া।
খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় সব ধরনের সবজির দামে সামান্য প্রভাব পড়তে শুরু করেছে, আগামী দুই-এক সপ্তাহ পরেই সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করছি।
বর্তমান বাজারে সবজির বাজার দর বিষয়ে তারা জানান, বর্তমান বাজারে প্রতি কেজি বাঁধা কপি- ২০ থেকে ২৫ টাকা, ফুল কপি- ৩০ থেকে ৩৫ টাকা, শিম- ৪০ থেকে ৫০ টাকা, করলা- ৮০ থেকে ৯০ টাকা, কাঁচা টমেটো- ২০ থেকে ৩০ টাকা, পাকা টমেটো- ১০০ থেকে ১১০ টাকা, বেগুন- ৩০ থেকে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া- ৩০ থেকে ৪০ টাকা, আলু (নতুন) ৪০ থেকে ৫০ টাকা, পুরাতন- ২০ থেকে ২৫ টাকা, লেবু- ৪০ থেকে ৫০ টাকা, পিয়াজ কলি- ২০ থেকে ২৫ টাকা, পেঁপে- ৩০ থেকে ৩৫ টাকা, গাজর- ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা মরিচ- ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শাক বিক্রেতারা জানান, সবজির বাজার চড়া থাকলেও কমেছে শাকের দাম। শুরুতে লাল শাক, পালং শাক, মুলা শাক, সরিষা শাক বেশি দরে বিক্রি হলেও এখন কম দরে বিক্রি করতে হচ্ছে শাক।
এদিকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা সব ধরনের সবজির দাম এখনো বাড়তি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। বাড়তি দামের কারণ হিসেবে যোগানে সংকট থাকার কথা জানিয়েছেন, আড়তদাররা। তবে দ্রুতই সবজির দাম আরও কমবে বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা সদরের গোপালপুর বাজারে অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল সরকার ও আসমা বাজরে বাজার করতে আসা কান্তি রঞ্জন রায় চৌধুরী জনান, পেনশনের টাকা দিয়ে খুব হিসাব করে মাস চলতে হয়। কাঁচা বাজারসহ বিভিন্ন বাজারে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মাস চালানোই কঠিন হয়ে পড়েছে। বাজারে গেলেই জিনিস পত্রের দাম শুনেই নিজেকে অসহায় মনে হয়।
বাউসী বাজারে সবজি কিনতে আসা অটোরিকশা চালক জয়নাল মিয়া ও ভ্যান চালক মৌজ আলী বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে ৮০০ থেকে ১০০০ টাকা আয় করে মালিকের জমার টাকা পরিশোধ করে ৫০০ থেকে ৬০০ টাকার মতো পকেটে থাকে। বর্তমানে বাজারে আসলেই সব জিনিসপত্রের দামই বেশি তাই বর্তমান বাজার দরে নাজেহাল হয়ে গেছি।
গোপালপুর বাজারের খুচরা সবজি বিক্রেতা সুজন মিয়া ও আসমা বাজারের ফরহাদ আলী বলেন, পাইকারিতে দাম বেশি থাকায় খুচরায়ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সার্বিক বাজার অস্থিরতার কারণে সবজির দাম এখনো স্বাভাবিক পর্যায়ে ফিরছে না।
ক্রেতারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'শোনা যায় প্রশাসন বাজার মনিটরিং করে। কিন্তু কোনোদিন নিজের চোখে দেখার সুযোগ হয়নি। মনিটরিং যদি করেও, তার প্রভাব বাজারে তেমন দৃশ্যমান নয়। সরকারের উচিত উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং প্রকৃত অর্থে জোরদার করা এবং কৃষক বান্ধব বাজার গড়ে তোলা। তাহলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।'
এমএসএম / এমএসএম
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন
কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে
তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা
তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন
ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি
তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত
ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড়লেখা সীমান্তে বিজিবির টহলে ২টি ভারতীয় গরু আটক