ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

স্বামীকে পাশে নিয়ে প্রথম আলোচনায় প্রিয়াঙ্কা জামান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১-২০২৬ রাত ১০:৩৭

প্রিয়াঙ্কা জামান বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তিনি ২০১৩ সালে 'ছায়াছন্দ' অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা জগতে পা রাখেন। এরপর তিনি নাটক, বিজ্ঞাপন, এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো 'কী করে বলব তোমায়', 'যন্ত্রণা', এবং 'তবুও প্রেম দামি'।
প্রিয়াঙ্কা জামান ধর্মের প্রতি খুবই সচেতন এবং তিনি একজন ধার্মিক পাত্র পেলে বিয়ে করে অভিনয় জগত ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন, এবং স্বামীকে সাথে নিয়ে ২৭ তারিখ একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন, সেখানে কথা হয় প্রিয়াঙ্কা জামানের সাথে। তা হুবহু তুলে ধরা হলো।
কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপু আপনার হাতে অ্যাওয়ার্ড দেখছি, এ বিষয়ে একটু জানতে চাচ্ছি।
ইন্টারকন্টিনেন্টাল এ একটা প্রোগ্রাম ছিলো, যেটার অর্গানাইজার ছিলো জন ভাইয়া, স্পেশালি থ্যাংকস আমাকে নমিনেট করার জন্য। বিয়ের পর এটা আমার দ্বিতীয় অ্যাওয়ার্ড যেটা হাসবেন্ড নিয়ে এটেন্ড করলাম। আমি বরাবরই অ্যাওয়ার্ড প্রোগ্রাম বা আমাদের কালচারাল প্রোগ্রামগুলোতে এটেন্ড করি। ভালো প্রোগ্রাম হলে আমি চেষ্টা করি সেগুলোতে যাওয়ার। কারন আমরা মিডিয়ার সবাই একত্রিত হতে পারি, একটা ঈদের মত মিলনমেলা, আমার খুব ভালো লাগে। আমি ফ্রী থাকলে সেগুলোতে জয়েন করি।
অ্যাওয়ার্ড পেলে দায়িত্ব বেড়ে যায়, কতটুকু দায়িত্ব বাড়লো এমন প্রশ্নে তিনি বলেন, ভালো কাজের মান আরো বাড়াতে হবে। আগে ছিলাম একা এখন হাজবেন্ডের সাপোর্ট, বেশি বেশি ভালো কাজ করব ইনশাল্লাহ।
মিডিয়ার অনেকেই হাসবেন্ডকে সামনে আনতে চাইনা, অনেকটা লুকিয়ে রাখে। আপনি তার ব্যতিক্রম, কিন্তু কেন? এমন প্রশ্ন তিনি জানান, যারা লুকিয়ে রাখে তাদের হয়তোবা অন্য নিয়ত থাকে, আমার নিয়ত একটাই। আমার নিয়ত সবকিছুই আমার হাজবেন্ড। আগে ছিল বাবা-মা এখন বিয়ের পর তারাও বাদ, এখন শুধুই হাজবেন্ড।
আপনারা বিয়ে করলেন, নতুন মানুষ নতুন জীবন, আপনাদের বোঝাপড়া টা কেমন এমন প্রশ্নে তিনি স্বামীর দিকে ইঙ্গিত দিয়ে বলেন এটা সে বলুক।
মানুষ হিসাবে তিনে কেমন, আপনাকে কতটা সাপোর্ট করে? এর জবাবে তিনি বলেন আমাদের এক্টিভিটি দেখে অনেকে বলে আমাদের নাকি জন্মসূত্রে নাকি এই জুটিটা লেখা ছিলো। ও আমাকে অনেক বুজে, আমাদের কিন্তু প্রেমের বিয়ে না, সবাই জানেন আমাদের পারিবারিকভাবে বিয়ে হইছে হুট করে। ও আমাকে খুব বুজে, আমিও। এটা অটোমেটিকলি, সময় লাগেনি, আর কি বলবো হাসবেন্ড হিসাবে একশো'তে একশো।
আপনার কাছে জানতে চাই সংসার সামলে এরপর কি নিয়ে ব্যাস্ত আছেন? এরপর সামনে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাস্ত থাকবো.. হাহা হা.. (হাসি)
তারপর.. আপনি তো অভিনয়ের মানুষ অভিনয়কে ভালোবাসেন,
সবসময় মিডিয়ার সাথে থাকতে চান, অনেকেই তো বিয়ের পর মিডিয়া থেকে সরে যায়। এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, হয়তো মিডিয়া থেকে দূরে সরে যেতে হবে। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে, ও জানে আমি একটু নাচ গান পছন্দ করি। ও নিজে থেকে বলে তুমি ভালো ভালো নাটকের কাগজটা করতে পারো, এইযে আমরা আসছি এটা তো খারাপ না ও নিজেই ঘুরেঘুরে দেখছে। তবে সিনেমা করা যাবে না, আমিও মেনে নিয়েছি। আমারও সিনেমার প্রতি কোন আগ্রহ নাই। আর ও যতদিন বলবে হ্যা করো,ইন্সপায়ার করবে ততদিন কাজ করবো। ও যখন বলবে করোনা, তখন করবোনা, জামাই তো আগে তাইনা..... তাছাড়া মিডিয়াতে কাজ না করলে কি হবে, আমরা সবাই সবার সাথে কানেক্টেড। সোশ্যাল মিডিয়াতে আমরা খুব একটিভ থাকি এখন। আগের দিনের মতন ওই খারাপ লাগাটা আর কাজ করবে না। সবাই ফেসবুক ফ্রেন্ড আছি, সবার সাথে দেখা হয়। আর একটা মেয়ের উচিত আগে ঘর সংসার ঠিক রেখে, হাসবেন্ডকে কনভেন্স করে যদি করতে চাও করতে পারো।
বর্তমান ব্যাস্ততা কি নিয়ে, ঈদের কোন কাজ করছেন? এমন প্রশ্ন বলেন, তিন-চারটা নাটকের অফার আসছে। এরমধ্যে ১৭ তারিখে আমার বান্দরবানের সাত পর্বের ধারাবাহিক নাটক এর কথা চলছে। ইনশাআল্লাহ, দেখা যাক ৫-৭ টা নাটকের কাজ হবে, বেশি কাজ করবোনা। আমি একটু অসুস্থ। ঈদের পর ইনশাআল্লাহ বেশি বেশি কাজ করবো।
অনেককেই দেখি বিয়ের পর বউয়ের সাঁজে ধরা দেয় ব্রাইডাল শুট করে।
তার জবাবে প্রিয়াঙ্কা বলেন, হ্যাঁ আমরা তো মাত্র তিন মাস হল, বিয়ের পরেই আমরা চলে গেলাম ওমরাহতে, ওমরার ১৫-২০ দিনের একটা জার্নি ছিলো, ওটা শেষ করে বাসায় আসলাম। এরপর পারিবারিক দাওয়াতে অংশগ্রহণ করছি। সামনে ভ্যালেন্টাইন্স আছে, থার্টি ফার্স্ট আছে আমাদের ভালো প্লান আছে। যেহেতু আমি একজন মডেল আর আমার উনি ফ্যাশন নিয়েই কাজ করছে, সো আমরা দুজন মিলেই তো একটা প্যাকেজ। ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন মডেল।
আমরা প্রথমে বুজতে পারিনি এটা প্রিয়াঙ্কা জামানের হাসবেন্ড, মনে হচ্ছিল হলিউড বলিউডের কোন মডেল বা নির্মাতা...
এর জবাবে প্রিয়াঙ্কা বলেন ওর লুকস টা নুরানি চেহারা, আমার খুব ভালো লাগে এই কার্লি কার্লি হেয়ার, আমাদের বাবুরও কার্লি হেয়ার হবে, হাসিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ।
আমরা জানতে চাই ভাইয়া কোন খাবার বেশি পছন্দ করেন।
প্রিয়াঙ্কা বলেন, ওর সব খাবারই মোটামুটি খাই তবে তেহারী আর গরুর মাংস বেশি পছন্দের।
আপনার কি পছন্দ, শীত চলে আসছে কোন পিঠা?
পিঠার মধ্যে পাটিসাপটা একটু খাওয়া হয়, শ্বশুরবাড়িতে আসছি এটা ওটা সবসময়ই খাওয়া হয়। আমার শাশুড়ী আম্মা খুব ভালো, ননদ সহ সবাই খুব ভালো, আমিও সবাইকে ভালবাসি।
যারা আপনার ফ্যান ফলোয়ার আছে, নিয়মিত আপনার কাজ দেখে। তার হয়তো ভয় পেয়েছিলো প্রিয়াঙ্কা জামানকে আর দেখা যাবে না। এমন প্রশ্নের উত্তরে প্রিয়াংক বলেন, ভয় না.. দুঃখ পেয়েছিলো। হাসি....
তাদের উদ্দেশ্যে কি বলবেন?
আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো ভালো কিছু খুব দ্রুতই হয়, হুট করেই হয়। যারা আমার বিয়েতে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ আপনারাও ভালো নিয়ত করুন, ভালো নিয়ত করলে সেটা আল্লাহ দ্রুতই কবুল করে নেই। আমার বিয়েটা যদিও হুট করে হয় আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, আমি আমার ফ্যান ফলোয়ারদের অনেক ভালবাসি, কিছু হ্যাটার্স আছে তাদেরকেও আমি লাইক করি।

এমএসএম / এমএসএম