ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা ৬ আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৪৪


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কুমিল্লার ছয়টি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। একই দিনে ৪৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের নেতৃত্বে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনে ১২টি মনোনয়নের মধ্যে সাতটি বৈধ ও পাঁচটি বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান, স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ, ওমর ফারুক ও কাজী ওবায়দ উল্লাহ এবং জাসদের মনোনীত প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমন। এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন ও জামায়াতের প্রার্থী মো. মনিরুজ্জামানের মনোনয়ন বৈধ হয়েছে।

কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনে ১০টির মধ্যে ছয়টি মনোনয়ন বৈধ এবং চারটি বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাবুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন ও মো. রমিজ উদ্দিন এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম।

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে নয়টি মনোনয়নের মধ্যে জামায়াতে ইসলামীর ইউসুফ সোহেল ও গণধিকার পরিষদের মনিরুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে আটটির মধ্যে ছয়টি মনোনয়ন বৈধ ও দুটি বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন আমজনতার দলের মো. মাসুদ রানা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. করিম। এ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীসহ ছয়জন বৈধ প্রার্থী রয়েছেন। জামায়াতে ইসলামীর সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে ১০টির মধ্যে একটি মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থী বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আল ক্বাফি। ইসলামী আন্দোলনের প্রার্থী রাশেদুল ইসলামের মনোনয়নে ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। এ আসনে বিএনপির জসিম উদ্দিন ও জামায়াতের ড. মোবারক হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

কুমিল্লা-৬ সদর-সদর দক্ষিণ-সিটি করপোরেশন-সেনানিবাস আসনে ১১টির মধ্যে দুটি মনোনয়ন বাতিল এবং নয়টি বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ হারুনুর রশিদ ও বাসদের কামরুন নাহার সাথী। এ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী, জামায়াতের কাজী দীন মোহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াসিনের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে অনিয়ম পাওয়া মনোনয়নই বাতিল করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বাকি ৫ আসনে আজ শনিবার যাচাই-বাছাই হবে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ