বিএনপি নেতা'র বিরুদ্ধে আদালতে'র নিষেধাজ্ঞা অমান্য করে বালি ভরাট করে জমি দখলের চেষ্টা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালি ভরাটের মাধ্যমে ২৬ শতাংশ জমি দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মির্জা ইসমাইলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি ও ভরাট কাজে নিয়োজিত শ্রমিক'রা। সংশ্লিষ্ট জমিটি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।
(৩ই জানুয়ারি) শনিবার ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউপির খোয়াজনগর ৬নং ওয়ার্ড মাষ্টার মোহাম্মদ আলীর বাড়ি এলাকায় বালি ভরাট করে জমি দখলে নেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালত থেকে জমিটিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা ভরাট কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি থাকলেও সম্প্রতি সেখানে বালি ফেলে ভরাটের কাজ শুরু করা হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগকারী ইন্জিনিয়ার আজিজুল হক দাবি করেন, প্রভাব খাটিয়ে আদালতের আদেশ উপেক্ষা করে বালি ফেলে জোরপূর্বক জমিটি দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু দিন আগেও একই ভাবে আদালতের নির্দেশনা অমান্য করে তারা আবারও বালি ভরাট করলে পুলিশ এসে কাজ বন্ধ করে। তার ঠিক কয়েকদিন পর আবারও মির্জা ইসমাইল স্থানীয় কন্ট্রাকটর নাছিরের জোকসাজসে বহিরাগত লোকজন এনে জায়গা'টি দখলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এবিষয়ে তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট জমি'র বিষয়ে আদালতের আদেশে বলা হয়েছে, বিরোধ সংশ্লিষ্ট জমিতে যেকোনো ধরনের ভরাট, নির্মাণ কিংবা দখলমূলক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। একই আদেয়ে, বিরোধ সংশ্লিষ্ট এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদানের কথা বলা হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই আদেশ অমান্য করা সরাসরি আদালত অবমাননার শামিল।
তবু কীভাবে সেখানে বালি, ট্রাক ও শ্রমিক প্রবেশ করিয়ে বালি ভরাটের কাজ করছে তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
ঘটনাস্থল পরিদর্শন করা এসআই আশিক জানায়,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে বালি ভরাটের অভিযোগ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসার পূর্বেই কাজ বন্ধ করে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত'রা। এ সময় আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকার প্রমাণ পাওয়ায় বালি ভরাটের কাজ সাময়িকভাবে রাখা এবং আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন রকম কাজ না করার জন্য নির্দেশনা দিয়েছি।
অভিযোগকারী'রা জানায়, এটি আমাদের পৈত্রিক সম্পত্তি,আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করা হচ্ছিল। তারা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও স্থায়ী সমাধান ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে বিএনপি নেতার মির্জা ইসমাইল জমি দখলে নেওয়ার চেষ্টা বিষয়টি অস্বীকার করে জানান, আমি ওই জায়গা'টি আরও চার বছর আগে বিক্রি করে দিয়েছি, এখন ওই জায়গায় চমি যায় না। বাদীর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে কেন? অভিযোগ করা হচ্ছে প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি জানান, আমি বিএনপি করি তাই আমার সম্মান হানি কারার জন্য মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এসবের সাথে আমি কোনভাবে জড়িত নয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহি নুর আলমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নাই। যার কারণে ওসির কোন মন্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়