ঝিনাইদহে ২৭ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম।
সর্বমোট, ২৭ জন প্রার্থীর মধ্যে সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), অ্যাড. এম.এ. মজিদ (ঝিনাইদহ-২), মেহেদী হাসান রনি (ঝিনাইদহ-৩), রাশেদ খান ও সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪) সহ, ২৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এ-সময় চারজন প্রার্থীর মনোনয়নপত্রে সঠিক তথ্য না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ঋনখেলাপী হওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়। এ-ছাড়াও, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থী ওবাইদুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম, মুর্শিদা জামান বেল্টু তাদের শতকরা এক ভাগ ভোটার সমর্থন তালিকায় সঠিক তথ্য না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
ঝিনাইদহের সংসদীয় চারটি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী সহ, মোট ২৭ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে মনোনয়নপত্র জমা দেন। শনিবার যাচাই-বাছাই শেষে ২৭ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যে জানা যায়, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বৈধ প্রার্থী হয়েছেন ছয়জন। মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাড. মোঃ আসাদুজ্জামান, আবু ছালেহ মোঃ মতিউর রহমান, (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মনিকা আলম (জাতীয় পার্টি), সহিদুল এনাম পল্লব মিয়া (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মোঃ আসাদুজ্জামান (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মোঃ মতিয়ার রহমান (এবি পার্টি)।
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এইচএম মোমতাজুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সাওগাতুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ আবু তোয়াব (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), আসাদুল ইসলাম আসাদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ)।
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বৈধ প্রার্থী পাঁচজন। বৈধ প্রার্থীরা হলেন- মোহাম্মদ মেহেদী হাসান রনি (বিএনপি), অধ্যাপক মতিয়ার রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মাও. সারোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ সুমন কবির (গণঅধিকার পরিষদ) ও মুজাহিদুল ইসলাম (আমার বাংলাদেশ পার্টি)।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বৈধ প্রার্থী হিসেবে ছয়জনের মধ্যে সাইফুল ইসলাম ফিরোজ (স্বতন্ত্র), রাশেদ খান (বিএনপি), আহমদ আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ আবু তালিব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এমদাদুল ইসলাম বাচ্চু (জাতীয়পার্টি), ওবায়দুল হক রাসেল (স্বতন্ত্র) ও মীর আমিনুল ইসলামের (স্বতন্ত্র) নাম ঘোষণা করা হয়েছে।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল হোসেন বলেন,
"আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে চারটি আসনে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী চারজন প্রার্থীর মনোনয়নপত্রে সঠিক তথ্য না থাকায়, তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।"
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
সিংগাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন
“বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
বাগেরহাটের মোংলায় জালিবোটসহ সকল নৌযান চলাচল বন্ধ ফিরে যাচ্ছে সুন্দরবন দেখতে আসা দেশী-বিদেশী পর্যটক
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
রায়গঞ্জে ভেজাল সার বিক্রি করায় জরিমানা, বিপুল পরিমাণ সার বিনষ্ট
মাদারীপুরে বন্ধক রাখা মোবাইল ছাড়ানোর দ্বন্দ্বে ছুরিকাঘাতে মৃত্যু
মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭
ইয়াবা সেবনের সময় যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার
খালেদা জিয়ার স্বরণে দোয়া, মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
শ্রীপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল