ঢাকা শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রৌমারীতে ১৩ মাস থেকে টিকাদান কেন্দ্রে অনুপস্থিত উপজেলা স্বাস্থ্য সহকারি


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ২:৩০

কুড়িগ্রামের রৌমারীতে প্রায় ১৩ মাস থেকে অনুপস্থিত রয়েছেন উপজেলা স্বাস্থ্য সহকারি মো. আবু তাহের। তাকে নিয়ম বহির্ভুত ভাবে যোগসাজস করে উপজেলা পরিসংখ্যানবিদ এর চেয়ারে বসিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকতা। দায়িত্বপ্রাপ্ত এলাকায় দীর্ঘদিন অনুপস্থিত থাকায় টিকা দান কর্মসূচী মারত্মক ভাবে ব্যহত হচ্ছে। এনিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয় ও প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, মো. আবু তাহের গত ২০১৪ সালে উপজেলা স্বাস্থ্য সহকারি হিসেবে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে যোগদান করেন। তার বর্তমান কর্মস্থল উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী ২ নং সাবেক ওয়ার্ডে। ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। সেখানে রুনা নামের একজন স্বাস্থ্য সহকারি ভ্যাক্সিন এর বাক্স ঘাড়ে নিয়ে দূর্গম এলাকায় পায়ে হেটে টিকাদান কেন্দ্রে যায় এবং শিশুদের টিকা দেন। শুধু একজন নারী দিয়ে বিশাল এলাকায় প্রতিমাসে ৮টি কেন্দ্রে শিশুদের টিকাদান কর্মসূচী বাস্তবায়নে ব্যহত সৃষ্টি হচ্ছে। ওই স্বাস্থ্য সহকারি রুনা খাতুন এর আগে উপজেলার যাদুরচর ইউনিয়নে কর্মরত ছিলেন। 
এদিকে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুস সামাদ ও জেলা সিভিল সার্জন এর যোগসাজসে রহস্যজনক ভাবে ১৩ জানুয়ারী-২০২৫ খ্রি: এক পত্রের মাধমে স্বাস্থ্য সহকারি আবু তাহেরকে উপজেলা পরিসংখ্যানবিদ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পত্রে আবু তাহেরকে নিজ দায়িত্ব পালনের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য সহকারি আবু তাহের জেলা সিভিল সার্জন এর নির্দেশকে অমান্য করে সে টিকাদান কেন্দ্রে না গিয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
উপজেলা স্বাস্থ্য সহকারি আবু তাহের বলেন আমাকে অফিস পরিসংখ্যানের দায়িত্ব দিয়েছে তাই আমি পরিসংখ্যান এর দায়িত্ব পালন করতেছি।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.আব্দুস সামাদ খান বলেন, আমি বাহিরে চেম্বারে ব্যস্ত আছি, পরে কথা হবে বলে মোবাইল ফোন কেটে দেন।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস অনুপস্থিতির বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, পরিসংখ্যানবিদে লোক না থাকায় তাকে মৌখিক দায়িত্ব দেওয়া হয়েছে।   

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম

শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪

সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার

‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০