কালকিনিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনে অনিয়মের অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে দরিদ্র জেলেদের মাঝে মৎস্য অফিস কর্তৃক বকনা বাছুর বিতরণে ফকাস এন্টারপ্রাইজের ঠিকাদার আসাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিতরনকৃত প্রতি বকনা বাছুর ৬০ কেজির উপরে ওজন থাকার কথা থাকলেও তা কম ওজন আনায় ১৩টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে প্রশাসন। এ ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। অভিযোগ সুত্রে জানাগেছে, ২০২৫-২৬অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প জীবিকার্জনের জন্য নিবন্ধিত উপজেলার ৬০ জন দরিদ্র জেলের জন্য ৬০টি বকনা বাছুর ঠিকাদার প্রতিষ্ঠান ফকাস এন্টারপ্রাইজের পরিচালক আসাদের মাধ্যমে প্রদান করেন উপজেলা মৎস্য অফিস কর্তৃপক্ষ। প্রতিটি বাছুরের মূল্য ধরা হয়েছে ২৭ হাজার ৮০০ টাকা। সোমবার (৫ জানুয়ারি)সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অনু্ষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। কিন্তু প্রতিটি বাছুরের ওজন থাকার কথা ছিল ৬০ কেজির উপরে। কিন্তু ঠিকাদার দুর্নীতির আশ্রয় নিয়ে ৬০টি বাছুরের মধ্যে অল্প দামে ৬০ কেজির নিচে ১৩ বাছুর সংগ্রহ করেন। এ বাছুর বিতরনকালে প্রশাসন পরিমাপ করে দেখেন ৬০টির মধ্যে ১৩টি বাছুরের ওজন ৬০ কেজির নিচে আছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নির্দেশে ওই ১৩টি বাছুর ঠিকাদারের কাছে ফেরত পাঠানো হয়। এদিকে বাকি ১৩ জন জেলে বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন মৎস্য অফিস ও ঠিকাদারের বিরুদ্ধে। এ বাছুর বিতরন অনু্ষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরাফীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ হালদার ও সহকারি উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার দাশসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জেলে জানান, মৎস্য অফিসারের যোগসাজসে ঠিকাদার অল্পদামে ৬০টি বাছুরের মধ্যে ১৩টি বাছুর কিনে এনেছে। ঠিকাদারের এই অনিয়ম ধরার পরায় ওই বাছুর ফেরত পাঠানো হয়েছে। ঠিকাদার মোঃ আসাদ জানান, বাছুর ফেরত দেয়া হয়েছে। আমার কিছু করার নাই।
এ বিষয় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রনব কুমার জানান, অনিয়মের কারনে বাছুর ফেরত পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যকার্জনের জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে। নিষিদ্ধ সময়ে জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকেন। আর ওজন কম দেয়া ১৩টি গরু ঠিকাদের কাছে ফেরত পাঠানো হয়েছে। পরে সে ৬০ কেজির ওজনের বাছুর কিনে দিবেন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২
কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০
Link Copied