ঢাকা বৃহষ্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

“বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৬-১-২০২৬ বিকাল ৫:২৮

বগুড়ার ইতিহাস ও ঐতিহ্যচর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ ৫৪ বছর পর এই জেলায় প্রথমবারের মতো ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ইতিহাস গবেষণায় এক নতুন গতি সঞ্চার হয়েছে। গবেষণাভিত্তিক ইতিহাসচর্চাকে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন গবেষক ও শিক্ষাবিদরা।

গত ২ ও ৩ জানুয়ারি বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশ-বিদেশের চার শতাধিক গবেষক, শিক্ষাবিদ, ইতিহাসবিদ ও ইতিহাস অনুরাগী অংশ নেন। বগুড়ার প্রাচীন ইতিহাস, প্রত্নতত্ত্ব, সভ্যতার বিকাশ, সমাজ ও রাজনীতির ধারাবাহিকতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং লোকজ জীবন নিয়ে উপস্থাপিত গবেষণাপত্রগুলো ইতিহাসচর্চায় নতুন তথ্য, বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি যুক্ত করেছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক অধ্যাপক ড. হাসানাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মতিউর রহমান। উদ্বোধনী পর্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা সম্মেলনে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, আরডিএ’র অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আজহারুল ইসলাম, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু এবং টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির কো-কনভেনার ও টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেকুজ্জামান ইলিয়াস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাসিমুল গনি, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আরডিএ’র পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের পরিচালক ড. শেখ মেহ্দী মোহাম্মদ, আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. সাহিদুর রহমান এবং ইতিহাস চর্চা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম রাজিউল্লাহ।

সম্মেলনের মুক্ত আলোচনায় অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সোহরাব হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া, মিরপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদ নাসির জাহাঙ্গীরি, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী এবং বগুড়া প্রফেশনাল ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ মবিনসহ আরও অনেকে। আলোচনায় বগুড়ার ইতিহাস গবেষণার সম্ভাবনা, প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা উঠে আসে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। সম্মেলনের শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সিএম ইদরিস।

সমাপনী অনুষ্ঠান শেষে সম্মেলনে অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষকরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক প্রত্নস্থল ভাসু বিহার ও মহাস্থানগড় পরিদর্শন করেন। আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়ভাবে উপস্থাপিত হবে এবং ভবিষ্যতে গবেষণাভিত্তিক ইতিহাসচর্চার জন্য এটি একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।

এমএসএম / এমএসএম

মাওঃ আব্দুল জব্বার নুরী ফরাজীর ইন্তেকাল

ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ

নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা

সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন

মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার