ভারতের উদ্দেশ্যে যাত্রা করল নৌবাহিনীর যুদ্ধজাহাজ `সমুদ্র অভিযান'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনের শুভেচ্ছা সফরে ভারতের বিশাখাপত্তমের উদ্দেশ্যে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেটি ছেড়ে গেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। এ সময় আনুষ্ঠানিক বিদায় জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ বলেছেন, বিদেশ যেতে পারা যেমন সৌভাগ্যের বিষয়, তেমনি এ ধরনের সফরের সময় আপনাদের ওপর অনেক বাড়তি দায়িত্বও অর্পিত হয়। বিদেশের মাটিতে আপনারা বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশের এক একজন দূত। বিদেশিদের সাথে আচরণের ক্ষেত্রে এ বিষয়টি সব সময় মনে রাখতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে পদস্থ কর্মকর্তারা ও নাবিকগণ উপস্থিত ছিলেন।
জাহাজটি ছেড়ে যাওয়ার প্রাক্কালে নৌ সদস্যদের উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন আপনাদের এই সফরের ৩টি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত বন্ধুপ্রতিম বিদেশি রাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষীর্কি উদ্যাপন। দ্বিতীয়ত ভারতের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর সাথে আমাদের সৌহাদ্যর্পূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন ঘটানো আর তৃতীয়ত বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে যথাযথ গুরুত্বের সাথে উপস্থাপন কর। এ সময় তিনি আরো বলেন পেশাগত দক্ষতা, পরিশীলিত আচরণ, বন্ধুবাৎসল্য এবং ধমীর্য় অনুশাসন, বাংলাদেশের ঐতিহ্য ও সুনাম রক্ষা করতে আপনাদের সাহায্য করবে।
বিদেশি নাগরিকদের প্রত্যেকের নিজ নিজ ধমীর্য় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সর্বদা যথাযথ সম্মান প্রদর্শন করবেন। বিদেশিদের সাথে সামাজিকভাবে মেলামেশায় অথবা যেকোন কেনাকাটায় এমন কোন আচরণ করা যাবেনা, যা বিদেশে বাংলাদেশের ভাবমমূর্তি ক্ষুণ্ন করে। আপনাদের প্রতিটি পদক্ষেপ ও কার্যকলাপ যেন সুশিক্ষিত জাতী এবং প্রশিক্ষিত নৌবাহিনীর সদস্য হিসেবে আপনাদের পরিচয় প্রকাশ পায় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। বিশেী বন্দরে অবস্থানকালে বাংলাদেশ সরকার কতৃর্ক প্রণীত কাস্টমস রুলস ও নৌসদর কতৃর্ক অনুমোদিত তালিকার বহিভুর্ত কোন সামগ্রী ক্রয় করবেননা। এ সফরে সর্বদা কোভিড প্রটোকল যথাযথভাবে মেনে চলে নিজেদের নিরাপদ রাখতে সচেষ্ট থাকবেন। বিদেশে অবস্থানকালে এবং গমনাগমনের সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনী আপনাদের সবার্ত্মক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবে।
এছাড়া আপনাদের পরিবারের যে কোন সমস্যায় নিকটস্থ ঘাঁটি কিংবা কতৃর্পক্ষের সাথে যোগাযোগ করতে বলবেন। উল্লেখ্য ভারতে অবস্থানকালে জাহাজের উদ্যোগে ৪ থেকে ৬ অক্টোবর ভারতের বিশাখাপত্তম নেভাল অডিটরিয়ামে বিশেষ প্রামান্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভ’মিকা তুলে ধরা হবে । এর মাধ্যমে দেশটির জনগণ ও নৌসদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবে। বিশাখাপত্তম বন্দরে অবস্থানকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার , দেশটির নৌসমর বিশেজ্ঞগণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীরযোদ্ধা এবং নৌবাহিনীর পদস্থ কর্মকতার্ ও নাবিকগণ জাহাজটি পরিদর্শন করবেন। এই শুভেচ্ছা সফরের ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকতার্ ৪০ জন মিডশীপম্যানসহ সর্বমোট ২২৮ জন নৌসদস্য এই শুভেচ্ছাসফরে অংশগ্রহণ করছেন।সফর শেষে জাহাজটি আগামী ১০ অক্টোবর বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছ।
এমএসএম / জামান

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু
