ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

তানোরে ওয়্যার হাউসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩০-৯-২০২১ রাত ৯:২

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মুন্ডুমালা মহিলা সমবায় সমিতির ওয়্যার হাউসের আধুনিক পাকা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পৌর মেয়র সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আব্দুস সালাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান ও বাবু সরকার, মুন্ডুমালা পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুবেল শেখ, সমাজসেবক লতিফ সরদার, নওসের মোড়ল প্রমুখ।

এ সময় মেয়র সাইদুর রহমান বলেন, মুন্ডুমালা পৌরবাসীর নাগরিক সেবার  মাণ বাড়াতে যেকোনো উন্নয়নমূলক কার্যক্রমকে আমি স্বাগত জানাই, তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে পৌর চত্তরে (কোভিট-১৯) করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধকল্পে গণটিকা কার্যক্রম উদ্বোধন করেছি,আপনারা সেখান গিয়ে বিনামুল্য টিকা নিবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলার দুখী মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। অভাব, মঙ্গা ও দারিদ্র্যের করাল গ্রাস থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্য-প্রযুক্তি খাতে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি হয়েছে। নতুন করে কর্মসংস্থান হয়েছে প্রায় এক কোটি মানুষের। বিনাম‍ূল্যে কৃষি প্রণোদনা নামমাত্র মূল্যে সার ও বীজ পাচ্ছেন প্রান্তিক কৃষকরা। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। গৃহহীনরা পাচ্ছে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা। স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও শিক্ষা খাতে এসেছে যুগান্তকারী পরিবর্তন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ পরিণত হয়েছে ডিজিটাল রাষ্ট্রে, তার সময়াপোযোগী নেতৃত্বের কারণেই করোনাকালীন দুর্যোগে থেমে নেই  উন্নয়ন কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রীর নির্দেশে নিয়মিতভাবে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হয়েছে সারাদেশের করোনায় ক্ষতিগ্রস্ত এক কোটিরও বেশি মানুষের ঘরে। ডিজিটাল সুবিধা ব্যবহার করে নগদ অর্থ প্রদান করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ লাখ কৃষক-শ্রমিক-মজুরের হাতে। বঙ্গবন্ধুকন্যার মানবিক ও সুদূরপ্রসারী নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে বাংলাদেশ, তাতে উন্নত বিশ্বের কাতারে নাম লেখানো এখন শুধু সময়ের ব্যাপার।

তিনি বলেন, বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার