ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ভুয়া নিউরো চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড। মালিকের ২ লাখ টাকা জরিমানা


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ৪:৫

রাজশাহীর বাগমারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক সেজে দীর্ঘদিন চিকিৎসাসেবা প্রদানকারী এক ব্যক্তি আটক হয়েছেন। রোববার (১১ জানুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে নূরুল ইসলাম নামের ওই ব্যক্তি ভুয়া পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে দণ্ডিত হন।

আটক নূরুল ইসলাম রাজশাহীর বহরমপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে “ডা. মো. রফিকুল হাসান” পরিচয়ে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন নম্বর A-34797 ব্যবহার করে নিজেকে বৈধ চিকিৎসক হিসেবে উপস্থাপন করতেন। তবে তদন্তে জানা যায়, তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা মাত্র এইচএসসি পাস—চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে তার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই।

বাগমারার আত-তাবারা মডেল হাসপাতালের ভেতরে ও চেম্বারের সাইনবোর্ডে তাকে
“ডা. মো. রফিকুল হাসান, এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এফসিপিএস (নিউরো মেডিসিন)”
এবং কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা ছিল।

সাইনবোর্ডে আরও দাবি করা হয়, তিনি ব্রেইন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, স্পাইন ও মৃগী রোগের চিকিৎসা দিয়ে থাকেন। তবে অভিযানে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক বলে প্রমাণিত হয়।

অভিযানকালে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাফিউল্লাহ নেওয়াজ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞার কাছে প্রসিকিউশন দাখিল করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(৩) ধারায় নূরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া জেনে-শুনে ভুয়া চিকিৎসক নিয়োগ, রোগীদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণার দায়ে আত-তাবারা মডেল হাসপাতালের মালিক মশিউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ভুয়া চিকিৎসক শুধু ভবানীগঞ্জ এলাকাতেই নয়, আত্রাই উপজেলার সেভেন স্টার ক্লিনিকসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকেও নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মধ্যে তাকে নিয়ে সন্দেহ ও ক্ষোভ বিরাজ করছিল।

এদিকে আত-তাবারা মডেল হাসপাতালকে ঘিরে অতীতেও একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, চিকিৎসক সংকট, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা, ভুল চিকিৎসা ও অব্যবস্থাপনার কারণে সেখানে রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে এসব অভিযোগের বিরুদ্ধে দীর্ঘদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা বলেন,
“জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভুয়া ডাক্তার, অননুমোদিত ক্লিনিক এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সব কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল এ অভিযানকে স্বাগত জানিয়ে জেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও দ্রুত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এ এস এম সায়েমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ