ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বদিউল আলম


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ২:৩৩

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হাশিমপুর ৮নং ইউনিয়ন পরিষদের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এইবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে তরুণ প্রজম্মের আইডল চন্দনাইশ উপজেলা দক্ষিণ হাশিমপুরের কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক, গরীব-দুখী-মেহনতি মানুষের পরম বন্ধু, সদাহাস্যোজ্জ্বল সাদামনের মানুষ, সাবেক পরিচ্ছন্ন ছাত্রনেতা, বিশেষ করে করোনা মহামারীতে অসহায় সাধারণ মানুষের পাশে থাকা প্রিয় মুখ মুহাম্মদ বদিউল আলম। ইতোমধ্যে প্রথম দফায় ইউপি নির্বাচন সম্পন্ন হওয়ার পর ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ইউপি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মধ্যে ঐক্য আরো সুদৃঢ় হচ্ছে।

সরেজমিন দেখা যায়, উপজেলা হাশিমপুর ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহাম্মদ বদিউল আলমকে চেয়ারম্যান পদে প্রার্থী করার জন্য চলছে এলাকাবাসীর গণসংযোগ। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সব শ্রেণি-পেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ইউপি নির্বাচন যদি সুষ্ঠ‍ু হয় তাহলে অবশ্যই আমি জয়লাভ করব। আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। প্রশাসন যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই আমি হাশিমপুর ৮নং ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব।

তিনি আরো বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের ভোটারদের ব্যাপক উৎসাহ ও সমর্থনের কারণে আমি আগামী ইউপি নির্বাচনে হাশিমপুর ৮নং ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়তে আগ্রহ প্রকাশ করেছি। এই এলাকার সাধারণ জনগণের চাহিদা পূরণ করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হব। কারণ, মানুষ চায় নতুন প্রজম্মের নেতৃত্ব। চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে দলমত নির্বিশেষে সবার মতামত ও সহযোগিতায় আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এই এলাকাকে একটি মাদক, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত এলাকা গড়তে এবং স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশণ, সবুজায়ন, বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়নসহ প্রতিটি ওয়ার্ডবাসীর নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব।

খবর নিয়ে জানা যায়, হাশিমপুর ৮নং ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তর করার লক্ষ্যে বদিউল আলম চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। তিনি কোনো পরিষদের জনপ্রতিনিধি না হয়েও সাম্প্রতিক করোনাকালীন অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, করোনা মহামারীতে জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ, মাস্ক বিতরণ, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিত করে যাচ্ছেন। যুবকদের মাদকাসক্তি থেকে বিরত রাখতে ফুটবল, ক্রিকেট খেলায় উৎসাহিত করছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামে জেলা বিএনপির৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

মানবিক বাংলাদেশ গড়াতে আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবেঃ সুবর্ণচরে ডা. শফিকুর রহমান

শেখ হাসিনা বাক্স ভরে টাকা নিয়ে পালিয়েছেঃ :কর্নেল অলি

উপার্জনের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে দিশাহারা কলসকাঠীর পরিমল

নবীনগরে বিয়ের অনুষ্ঠানে বাবা-ছেলেকে গুলি

সুবর্ণচরে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় দোয়া

কাপ্তাইয়ে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে সাংবাদিকের মায়ের মৃত্যু

তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার!

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

অস্ত্রের মুখে জিম্মি করে একই রাতে ৪টি বাড়িতে ডাকাতি, আসামি ধরার জন্য তৎপর পুলিশ

৯৯৯ এ কল করে সহায়তা চেয়ে উল্টো এক পরিবারের ৭জনকে গ্রেপ্তারের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন