ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বকশীগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এম রশিদুজ্জামান মিল্লাত


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১:২৪

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় দেওয়ানগঞ্জে তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ আসনের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান—এই চার খাতকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করেন।
তিনি বলেন, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জকে একটি পরিকল্পিত ও উন্নত জনপদে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করা হবে।
মতবিনিময়কালে তিনি লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন, ধানুয়া–কমলপুর স্থলবন্দর চালু, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন বিকাশ, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। একাধিক প্রেসক্লাবের পরিবর্তে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়নের আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসক্লাব নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।
মতবিনিময় সভায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মো. জুবায়ের ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সমস্যা, নির্বাচনকালীন পরিবেশ, সংবাদ সংগ্রহে নিরাপত্তা এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

সংসদ নির্বাচন: শেরপুরের ৩টি আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল

মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন ইঞ্জিনিয়ার জাকির সরকার

বকশীগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এম রশিদুজ্জামান মিল্লাত

কুষ্টিয়া পৌর ১৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও মৎস্যজীবী দলের নির্বাচনী কার্যক্রম শুরু

সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক

‎নবাবগঞ্জে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি উদ্বোধন

বেনাপোল কাস্টমসের অনিয়মের নিউজ প্রকাশের পর বড় রদবদল

ভূরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক ডা. আব্দুল জলিল সরকার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ আত্মসাতের অভিযোগ: খালিয়াজুরীতে মাদ্রাসা সুপারের ‘পকেট কমিটি’ স্থগিত

পটুয়াখালী ৪ আসনে নুরের ট্রাক ও বিদ্রোহী প্রার্থী মামুনের ঘোড়া

বাবুগঞ্জে ১০ দলীয় জোটের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আত্রাইয়ে সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত