বিএনপি নেতা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আইএলও গর্ভনিং বডির সদস্য আলহাজ নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর নছিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আনোয়ার হোছাইন।
বিশেষ অতিথি ছিলেন- শ্রমিক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স.ম জামাল উদ্দিন, পাবনা জেলা শ্রমিকদলের সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ গফুর, শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্ঠা সামশুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগরের সভাপতি তাহের আহমদ, শ্রমিক দলের কেন্দ্রীয় নেত্রী শাহনেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নাসিরাবাদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তরুণ, মহানগর বিএনপির সাবেক শ্রমিক বিষয়ক সম্পাদক গাজী আইয়ুব, দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. আজম উদ্দীন, শ্রমিক দল নেতা এমএ বাতেন, মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক হকার্স বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, সাধারণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম বাইন্ডিং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান মজুমদার, ওয়াসা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, নির্মাণ শ্রমিক দলের নেতা মো. আলতাব, মো. ফরিদ, মো. দেলোয়ার, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রফিক, চট্টগ্রাম সিটি কর্পোরশেন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম, কোতোয়ালি দর্জি শ্রমিক দলের রবিউল, শিপ ব্রেকিং শ্রমিক নেতা মো. আলী, পরিবহন শ্রমিক নেতা ইমন হোসেন কামাল প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক সভাপতির বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ দেশের মানুষ দিশাহারা। তারা অসহায়াত্ব বোধ করছেন। শ্রমিকরা না খেয়ে মৃত্যুবরণের অবস্থায় পৌঁছেছে। আয়ের সাথে ব্যয়ের কোনো সমন্বয় নেই। দেশের মানুষ কর্মহীন হয়ে পড়ছেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শ্রমিক নেতার জন্য চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের পক্ষ থেকে দোয়া মাহফিলে বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ কাছে সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা কামাল পাশা, পতেঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি মো. সিদ্দিক সুস্থতা কামনা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।
জামান / জামান

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু
