ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ৪:২১

রৌমারী উপজেলায় ৬টি ইউনিয়রে মধ্যে ৩টি ইউনিয়নের ৫বছর এর মেয়াদ শেষ হয়েছে । ইউনিয়ন গুলো ঃ দাঁতভাঙ্গা,চরশৌলমারী,বন্দবেড়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ অনুযায়ী প্রতি ইউনিয়নে ১জন করে প্রশাসক  নিয়োগ করে সার্বিক দায়িত্ব পালন করার বিধান রয়েছে।এদিকে ৬নং চরশৌলমারী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জন্মনিবন্ধন জালিয়াতির কারণে সাময়িক বহিস্কার হওয়ায় এক জন প্রশাসক নিয়োগ করা হলেও অপর ২টি ইউনিয়নে এখনও বাদ রয়েছে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ  সুত্রে জানাযায় সরকার ঘোষিত,২০২০সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল অনুযায়ী উপজেলায় ৬টি ইউনিয়রে মধ্যে ১নং দাঁতভাঙ্গা,৩নং বন্দবেড়,৬নং চরশৌলমারী নামক ৩টি ইউনিয়ের পরিষদ নির্বাচন ১০ডিসেম্বও অনুষ্টত হয়। । স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)নীতিমালা  ও আইন,২০০৯ অনুযায়ী নির্বাচনের তারিখ হতে মেয়াদ শেষের তারিখ ২০২৫ সালের ১০(ডিসেম্বর)শেষ হওয়ার কথা রয়েছে। 
এউপলক্ষে  স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ অনুযায়ী উপযোগী ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য প্রতি ইউনিয়রে প্রশাসনিক কর্মকর্তা পৃথক পৃথক ভাবে উপজেল নির্বাহী অফিসার বরাবর সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পত্র প্রেরণ করেন । ২০২৫সালের ২৬ অক্টবর তংকালীন উপজেলা নিবার্হী অফিসার  উজ্জল কুমার হালদার জেলা প্রশাসক বরাবর বিষয়টি চিঠির মাধ্যমে জ্ঞাত করেন।এদিকে ৪৫দিন অতিবাগিত হলেও এখন পর্যন্ত স্ব-স্ব ইউনিয়নের চেয়াম্যানরা সকল প্রকার সরকারী সুযোগ সুবিদা ভোগ করে আসছেন।
এব্যাপারে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো: রোকনুজ্জামান হক জানান, ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের মেত শেষ হওয়া সাথে সাথে আমি উপজেলা নিবার্হী অফিসারকে জানিয়েছি।                             
৩নং বব্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, ৩নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ’লীগ সভাপতি ও  বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল কাদের জানান,নিয়ম অনুযায়ী কাগজপত্র পাঠিয়েছি । আমার কাছে এখন কোন  র্পয়ন্ত কাগজ না আসায় আমি দায়িন্ত পালন করতেছি।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন মুঠোফোনে বলেন আমার অফিস থেকে জেলা প্রশাসক বরাবর বিষয়টি চিঠির মাধ্যমে জ্ঞাত করা হয়েছে।

Aminur / Aminur

১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ

গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়

অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা

ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান

নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২

নোয়াখালীতে সেবনকালে দুই মাদক সেবীকে কারাদন্ড

নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার

শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ

বারহাট্টায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন