দুর্নীতি আড়াল করতেই তথ্য দেননি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
নেত্রকোনার খালিযাজুরী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহম্মেদের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়েও মেলেনি কোনো তথ্য। নানা অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তা। পিআইও অফিসের নামে রয়েছে প্রধানমন্ত্রীর গৃহহীনদের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। কোনোকিছু তোয়াক্কা না করেই চলছে একের পর এক দুর্নীতি। এ যেন বাঘ নাই দেশে শিয়াল রাজা।
খালিয়াজুরী উপজেলায় নেত্রকোনা-৪ সাংসদ কর্তৃক বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর) কর্মসূচির আওতায় ডিও নং- বাজাস/১৬০- নেত্র-৪/২০২১-৪০ তারিখ ২০ এপ্রিল২০২১ খ্রি., সূত্র : ৫১.,০১.০০০০.০১২..১৪.২২২২.২১.৫৬ তারিখ ২০ মার্চ ২০২১ খ্রিঃ মূলে নির্বাচনী এলাকা-১৬০, নেত্রকোনা-৪, খালিয়াজুরী উপজেলায় ২০২০-২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর) কর্মসূচির আওতায় তৃতীয় কিস্তির উপজেলার বিভাজনকৃত বরাদ্দ ২৪টি প্রকল্প প্রদান করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে দেখা যায়, বেশকিছু প্রকল্প বাস্তবায়ন না করেই পিআইসির মাধ্যমে টাকা উত্তোলন করে হাতিযে নিয়েছে। কাজের বালাই নেই। শুধু কাগজ-কলমে দেখানো হয়েছে কাজ। লাখ লাখ টাকা লোপাট। মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর পরাগের বাড়ি হতে পুকুর পাড় পর্যন্ত রাস্তা নির্মাণ বাবদ বরাদ্দ ৬০ হাজার টাকা একই ইউনিয়নের আরো অনেক কাজ বাস্তবায়িত না করেই উত্তোলন করা হয়েছে টাকা। কাজ না করেই পিআইসি মাধ্যমে টাকা উদাও। এমন অধিকাংশ প্রকল্প আংশিক কাজ আবার কাজ না করেই টাকা হাতিয়ে নেয়ার ঘটনা রয়েছে।
খালিয়াজুরী অফিসার্স ক্লাবের সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, টাকা উত্তোলন করা হয়েছে। তবে শুনেছি পরে কোনো এক সময় কাজ করিয়ে নেবেন। সরেজমিন গিয়ে তার বাস্তবতা দৃষ্টি গোচরহয়।
এ বিষয়ে জানতে খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহম্মদের কাছে মুটোফোনে কিংবা স্বশরীরে সাক্ষাৎ করতে গেলে তাকে পাওয়া যায় না। বারবার ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেন না। ক্ষুদেবার্তা পাঠালেও তিনি কোনো ধরনের সাড়া দেননি। তথ্যপ্রাপ্তির জন্য তথ্য অধিকার আইন-২০০৯ সালের আইনুযায়ী খালিয়াজুরী সোনালী ব্যাংক শাখায় ১৬ জুন ২০২১ তারিখে নির্দিষ্ট চালান কোডে তথ্য ফি প্রদানের মাধ্যমে নির্দিষ্ট ফরমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে ডিও নং বাজাস/১৬০ নেত্র -৪/২০২১-৪০ মূলে ২৪টি প্রকল্পের তালিকা, কাজের অগ্রগতির প্রতিবেদনসহ প্রদেয় অর্থের বিবরণ প্রদানের জন্য পিআইও অফিসে যাওয়ার সময় দোতলা থেকে রাজীব আহম্মেদ (পিআইও) নামার সময় জিজ্ঞাসা করলেও কোনো উত্তর না দিয়ে তিনি চলে যান। অফিসে ঢুকে আবার তাকে (পিআইও) ফোন দেই কিন্তু তিনি ফোন ধরেন না। অফিসে কম্পিউটার অপারেটর রেহানের কাছে আবেদন জমা দিয়ে রিসিভ কপি নিয়ে আসি। কম্পিউটার অপারেটর রেহান বলেন, আমি স্যারকে জানাব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য পাওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কয়েক দিন ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
তথ্যানুসন্ধানে জানা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইসির কাজ সরেজমিন পরিদর্শন না করে কমিশনের মাধ্যমে কাজ না করলেও চূড়ান্ত বিল দিয়ে দেন। এর সাথে স্থানীয় একজন কর্মচারীর যোগসাজশ রয়েছে বলে জানা যায়। এলাকায় জনশ্রুতি রয়েছে, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তার (রাজীব) নিজের আত্মীয়স্বজন দ্বারা তদারকি করানো হয় বলেই কাজের গুণগতমান নিয়ে প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলামকে অবগত করা হলে তিনি বলেন, আমি বলে দেব তথ্য দিয়ে দেবে।
২০০৯ সালের তথ্য অধিকার আইনের ব্যাখ্যা অনুযায়ী তথ্য চাওয়ার ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করতে সমর্থ না হলে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করার বিধান রয়েছে।
উল্লেখ্য, ১০ কার্যদিবসের মধ্যে অবশ্যই গ্রাহককে তথ্য প্রদানের বিষয়ে অবগত করতে হবে। তিনি (পিআইও) কোনোটাই আমলে নেননি। তার সেচ্ছাচারিতার কাছে তথ্য অধিকার আইন মূল্যহীন।
এমএসএম / জামান
কুলাউড়ায় রাস্তায় রাখা ধানের কারণে দুর্ঘটনায় দুই ভাই নিহত
জস্থলীতে গণজোয়ারের সিক্ত ২৯৯ আসন বিএনপি মনোনীত এমপি প্রাথী : প্রধান অতিথি :এ্যাড দীপেন দেওয়ান
কুড়িগ্রামে এনটিভির শীতবস্ত্র পেল শীতার্তরা
কুমিল্লায় জাতীয় ভ্যাট দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোল থানার নবাগত ওসি আছলাম আলীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সরিষাবাড়িতে বেগম রোকেয়া দিবস ও দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত
রায়গঞ্জে অবৈধ টপসয়েল উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুকুর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ!
কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে বিসিআইসি কর্তৃক অনুমোদিত দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভূরুঙ্গামারীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত
কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু