বাঁশখালীতে বিয়ের প্রলোভনে ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা
![](/storage/2021/October/qpBEUYuOd0IVwKtbAZt6CMK8UYhnEmmN2UR5VTAR.jpg)
চট্টগ্রামের বাঁশখালীতে স্কুল পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ধর্ষক কৌশলে প্রেগন্যান্ট নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আনছুর আলী মিয়াজির বাড়িতে ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়।
গতকাল শুক্রবার (১ অক্টোবর) সকালে অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে মেয়ের মা বলেন, আমার মেয়ে নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে পড়ে। গত বছর আমার স্বামী মারা যায়। তার মৃত্যুর পর থেকে খুবই অভাব-অনটনে আছি। মেয়ের বাবার মৃত্যুর পর থেকে পারিবারিক অভাবের কারণে ঠিক সময়ে আমার মেয়েকে স্কুলেও পাঠাতে পারিনি। এ অবস্থায় আমার এলাকার নাছির উদ্দীনের ছেলে মহিউদ্দিন আমাদের অজান্তে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপনে শারীরিক সম্পর্ক স্থাপন করে। উপর্যুপরি ধর্ষণের একপর্যায়ে আমার মেয়ে যে ৩-৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে তাও আমি জানতাম না। কিন্তু সর্বশেষ ঘটনার ৩-৪ দিন আগে আমার মেয়ে পায়ে আঘাত পেয়েছিল, সেই সুবাদে গোপনে আমার মেয়েকে পায়ের চিকিৎসা করার কথা বলে স্থানীয় বশির আহমদের স্ত্রী আইমন আকতার ও অভিযুক্ত মহিউদ্দিন যোগসাজশে শুক্রবার ডাক্তারের কাছে যে নিয়ে য়ায়। তাও আমি জানি না।
তিনি আরো জানান, পরে জানতে পারি আমার মেয়েকে নাপোড়া-শেখেরখীল স্থানীয় হাসি ভট্টাচার্যের মালিকানাধীন মেরি স্টোপ ক্লিনিকে নিয়ে আইমন আকতার, মহিউদ্দিন ও শোভা ভট্টাচার্যসহ জোরপূর্বক অ্যাবরশন (abortion) করিয়ে প্রেগন্যান্ট নষ্ট করে। এ সময় আমার মেয়েকে তারা বলে যে, আগে তোকে বাঁচাই পরে তোর বিয়ের ব্যবস্থা করব। এমনকি ঘটনার কথা কাউকে জানালে তাকে এবং তার ভাইদেরও প্রাণে মেরে ফেলবে বলে হুমকিও দেয় তারা। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আমার মেয়েকে ঘরে পাঠিয়ে দিলে আমার মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে উল্লিখিত ঘটনার সব কথা মেয়ে আমাকে বললে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করলে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা অভিযুক্ত মহিউদ্দিনের বাবা নাছিরকে জানান। প্রথমে অভিযুক্ত মহিউদ্দিনের বাবা নাছির উদ্দীন ঘটনার ব্যাপারে আইমন আকতারের স্বামী বশির আহমদের মাধ্যমে আমার ভাইকে এক লোখ টাকা'র বিনিময়ে মীমাংসার কথা বলেন। কিন্তু পরে স্থানীয়রা অভিযুক্তদের বৈঠকে আসতে বললে তারা বৈঠকে আসেননি। এমনকি তারা আমাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও দিচে।ছন বলে জানান বাদিনীর মা।
এ ব্যাপারে মেয়ে মামা মীর হোসেন বলেন, আমার ভাগ্নির অবস্থা খুবই আশংকাজনক, তাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করোচ্ছি। এ ব্যাপারে আমার ভাগ্নি বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ন্যায়বিচারের দাবিও জানান বাদিনীর মামা।
ঘটনার ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার মুহাম্মদ জাকারিয়া চৌধুরী রুবেল বলেন, ধর্ষণের বিষয়ে দুপক্ষের কেউ আমাকে জানায়নি। তবে এখন আমি আমার ওয়ার্ডের চৌকিদারের কাছ থেকে জানতে পেরেছি। ঘটনাটি খুবই ন্যক্কারজনক। মামলার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান ইউপি সদস্য রুবেল।
এ ব্যাপারে নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নাছির উদ্দিনের ছেলে মহিউদ্দিন আমার স্কুলে পড়ত। সেই সুবাদে বিগত সপ্তাহ দুয়েক পূর্বে নাছির উদ্দীন স্কুলে এসে তার ছেলে মহিউদ্দিনের নামে একখানা প্রত্যয়নপত্র নিয়ে গেছে। ওই সময় আমি এ ধরনের কোনো ঘটনার কথা শুনিনি। বাদীনি ওই স্কুলের ছাত্রী বলে দাবি করলেও শুক্রবার স্কুল বন্ধ থাকার ফলে প্রধান শিক্ষক এটা নিশ্চিত বলতে পারননি। তবে স্কুল খোলার তারিখে সেটি নিশ্চিত বলতে পারবেন বলে জানান শিক্ষক জাহাঙ্গীর।
এ সময় তিনি আরো বলেন, ধর্ষণর বিষয়টি খুবই দুঃখজনক। অভিযুক্ত যেই হোক না কেন, মামলার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক জাহাঙ্গীর।
এ ব্যাপারে শেখেরখীল ইউপি চেয়ারম্যান ইয়াছিন তালুকদারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে ধর্ষিতা বাদী হয়ে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে ধর্ষক মহিউদ্দিন (২২), পিতা নাছির উদ্দীন, নাছির উদ্দিন (৫৫), পিতা খুইল্ল্যা মিয়া এবং কমরু বেগম (৪০), স্বামী নাছির উদ্দীনকে আসামি করে ৪৩৬/২১ মামলা দায়ের করা হয়েছে বলে জানান বাদিনীর মামা।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (পিআইবি) মাসুদুর রহমান রানার সাথে যোগাযোগ করলে তিনি মামলাটি তদন্তাধীন রয়েছে বলেন জানান।
এমএসএম / জামান
![](/storage/2025/February/nIKFlzFQAWxtZjUqEE6JuUmHCUFoYp9nLQQZrfNQ.jpg)
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
![](/storage/2025/February/QOJj9rgHCS8FmIrXcOxCSjTiV4xiWzEMSYkLkdDR.jpg)
নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
![](/storage/2025/February/FrEtnSUC7VUZJilGaP7ycKUZgZVyqzSxgknZmgVP.jpg)
বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন
![](/storage/2025/February/Zjq0MJMQpzv9Nk5gHtn2tzFJfGX19HrgZ9y6VAA8.jpg)
শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম
![](/storage/2025/February/NRJ4vg1paP9XscGRDodDRdzIpKm9MlfDtHZINmJh.jpg)
দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
![](/storage/2025/February/DKzQH0mvEagnuZlL5LkxMIxJLDdbSpgN7u8fpjbZ.jpg)
আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
![](/storage/2025/February/xX6lgmhSL1T2BPrVIu3FaobTmMOCJ4l7RHZkT67t.jpg)
এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন
![](/storage/2025/February/PiY2wZlKj8dHk8qwQyqyqiRVjSPRoJ9JpD5eBVXS.jpg)
বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার
![](/storage/2025/February/OEjeTgXmVQtBonlJZEg7vgiLrwOvvBZOeazbSQoL.jpg)
অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ
![](/storage/2025/February/2SG8VtpHjKiLsEqFClhXMnZyv8xWtSzTwA9b7rox.jpg)
ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি
![](/storage/2025/February/WqSEQXHT8FQ4qQDrrpLaIK6GWIjNkOaZLjiz9cWQ.jpg)
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার
![](/storage/2025/February/nUDfthQJmTEm6r8crNdLAwNslRdrQ1dMeqlFRDWK.jpg)
মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর
![](/storage/2025/February/uabXsSXMs9I2Q0AdXamZ06i3MJ3Gmr0CnT7VqXaI.jpg)