তানোরের পাঁচন্দর ইউপি উন্নয়নের রোল মডেল

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে। ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন অবহেলিত পাঁচন্দর ইউপির উন্নয়নের মাস্টার প্ল্যান তৈরি করে দৃশ্যমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করায় নাগরিক সেবার মান বেড়েছে। ইতোমধ্যে স্থানীয় সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরীর সার্বিক সহায়তা ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার দিকনির্দেশনায় ইউপির বিভিন্ন এলাকায় অনেক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। এখানো অনেক কাজ চলমান রয়েছে।
এতে দীর্ঘদিন পর ইউপি ভবন থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। ইউপির বিভিন্ন প্রত্যন্ত পল্লী এলাকায় সাব-মার্সিবল পাম্প স্থাপন, প্রটেকশান ওয়াল, পাকা পুকুরঘাট, স্ট্রিট লাইট, ড্রেন ও হেরিংবন্ড রাস্তা নির্মাণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও খেলাধুলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় এসব এলাকার নাগরিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পাঁচন্দর ইউপির আয়তন প্রায় ৪৫.১ বর্গকিলোমিটার, জনসংখ্যা প্রায় ৩৪ হাজার, ভোটার ২১ হাজার ৬৬৫। এর মধ্যে আদিবাসী জনসংখ্যা প্রায় ৮ হাজর ও আদিবাসী ভোটার রয়েছে প্রায় সাড়ে তিন হাজার।
এদিকে বিধবা উপকারভোগী রয়েছে ৪২২জন, প্রতিবন্ধী ৪১০ জন, বয়স্ক ১০৮৩ জন, মাতৃত্বকালীন ভাতা ১৫০ জন, ভিজিডি ৪৭১ জন, ভিজিএফ ২১০১ জন, ইজিপি প্রকল্পের সুবিধাভোগী ১৮৬ জন, ফেয়ারপ্রাইজ প্রায় দেড় হাজার, গৃহহীন ৩০টি পরিবারকে গৃহদান, বিভিন্ন এলাকায় ১৮৩টি সাবমার্শিবুল পাম্প ও প্রায় ৫০টি স্ট্রিট লাইট স্থাপন, প্রতিটি মসজিদ-মন্দির ও গীর্জায় সোলার প্যানেল স্থাপন, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ইউপির নতুন ভবন নির্মাণ, ডাসকোর মাধ্যমে প্রায় ১০টি মজা পুকুর পুনঃখনন ও এলজিইডির মাধ্যমে ইলামদহী-বানিয়াল প্রায় ৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। এক কথায় চেয়ারম্যানের মতিনের নেতৃত্বে আধুনিক নাগরিক সুবিধা নিয়ে নতুন পাঁচন্দর ইউনিয়নের সৃস্টি হয়েছে।এছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এসব কাজ সম্পন্ন হলে প্রত্যন্ত পল্লীর বাসিন্দারা শহরের সুবিধা ভোগ করবেন। ওদিকে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউপির সাধারণ মানুষ নূন্যতম খরচে আধূনিক সেবা পাচ্ছেন। পাঁচন্দর ইউপি সৃস্টির এখন পর্যন্ত্য যতো উন্নয়ন কাজ হয়েছে তার প্রায় ৮০ শতাংশ চেয়ারম্যান আব্দুল মতিনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সদিচ্ছা থাকলে তৃণমুলের জনপ্রতিনিধিরাও যে এলাকার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখতে পারে মতিন তার উজ্জ্বল দৃস্টান্ত। স্থানীয়রা জানান, নেতৃত্বের প্রতিযোগীতা নিয়ে মতিনের সঙ্গে কারো বিরোধ থাকতে পারে,তবে উন্নয়নের জায়গায় মতিনের অবদান সবাই শিকার করেন উন্নয়নে মতিনের কোনো বিকল্প নাই,তাই তিনিই আবারো নৌকার মাঝি হবেন এটা প্রায় নিশ্চিত।
বিগত নির্বাচনে নৌকা প্রতিকে আব্দুল মতিন প্রায় সাড়ে ৯ হাজার ও তার নিকটতম প্রতিদন্দি ধানের শীষ প্রতিকে মমিনুল ইসলাম মমিন প্রায় সাড়ে ৪ হাজার ভোট পেয়েছিলেন। এ ব্যাপারে পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী ও তার প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সহযোগীতায় পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ইউপিকে আধূনিক ইউপিতে উন্নীত করা হবে ইন্নশাল্লাহ।
উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে চলমান উন্নয়ন কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতিকের সঙ্গে সম্পৃক্ত থেকে আবারো ওমর ফারুক চৌধূরী এমপি তথা আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.
