গোদাগাড়ী পৌরসভায় নৌকার পক্ষে নির্বাচনী মাঠে চেয়ারম্যান ময়না
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকার মনোনীত প্রার্থী আলহাজ অয়েজউদ্দিন বিশ্বাস তথা নৌকার পক্ষে নির্বাচনী মাঠে গণসংযোগ করছেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
গোদাগাড়ী পৌরসভার ১ ও ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত থেকে জনসাধারণের উদ্দেশে ময়না চেয়ারম্যান বলেন, গোদাগাড়ী পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করতে হলে নৌকা মার্কার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ সেপ্টেম্বর সারাদিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অয়েজউদ্দিন বিশ্বাস তথা নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত মেয়র প্রার্থী অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আলম।
গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান