ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

কর্ণফুলীতে সড়কবিহীন এক কোটি ৮৭ লাখ টাকার সেতু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-১০-২০২১ দুপুর ৩:৫৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার গোয়াল পাড়া নয়া হাট গ্রামের হাসপাতাল সড়কে মামা ভাগিনা নামক খালের উপর এক কোটি ৮৭ লক্ষ টাকা ব্যায়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না। সেতুর সংযোগ সড়ক না থাকায় এলাকার হাজার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ঠিকাদার নির্মানের কাজ অসম্পূর্ণ রেখে উধাও হয়ে গেছে বলে স্থানীয়রা জানান।  সরজমিনে দেখা যায়, উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ার পাড়ায় এক বছর আগে নির্মিত ব্রীজটি অকেজো হয়ে পড়ে আছে। ২০২০-২১ অর্থ বছরে উপজেলার এলজিইডি প্রকল্পের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্স সেতু ও সংযোগ প্রকল্পটি এক কোটি ৮৭ লক্ষ টাকা ব্যায়ে সাব-কন্ট্রাকে ঠিকাদারী প্রতিষ্ঠান নিশান কনস্ট্রাকশনসহ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজটি পান। সড়কবিহীন সেতু নির্মাণ করলেও সেতু নির্মানে বিভিন্ন অনিয়ম এবং নিম্মমানের নির্মান সামগ্রী দিয়ে নির্মাণ করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট নাসির উদ্দীন জানান,  এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ব্রীজটি নির্মাণ করা হলেও  সংযোগ সড়ক না থাকায় ব্রীজটি নির্মাণ করা না করা সমান, ফলে গ্রামবাসীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য ফোরকান জানান,  যাতায়াতের ক্ষেত্রে এ সেতু কোন কাজে  আসছে না এ ব্রীজটি। ঠিকাদারের অবহেলার কারণে তিন কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে উপজেলা কিংবা শহরে যেতে হয় বলে তিনি জানান। এ বিষয়ে চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. রফিক বলেন, সেতুর সংযোগ সড়কের বেহাল অবস্থা ব্রীজটির ব্যাপারে মন্ত্রী মহোদয় এবং উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। 
 এছাড়াও হক ট্রেডার্স নামকি টকাদারী একটি প্রতিষ্ঠান কাজটি করার কথা থাকলেও স্থানীয় এক সাবকন্ট্রাকটারের মাধ্যমে কাজটি সম্পন্ন হয়। সংযোগ সড়কের বিষয়টি তাদের কে বারবার করে দেওয়ার কথা বললেও তারা কোনো কাজ করে দিচ্ছেনা এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান কে অবহিত করিলে তাৎক্ষণিক নির্দেশ দিয়ে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই যেনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। প্রকৌশলী নাসির বলেন, বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্মকর্তা অবগত আছেন। এখানে দায়িত্বে যারা ছিলেন তাদের অবেহলার কারণে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত বলে তিনি জানান।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ব্রীজ নির্মাণ এবং দু পাশে মাটি ভরাট করার কথা ছিলো কিন্তু ঠিকাদার  কী কারণে মাটি ভরাট করেনি বিষয়টি আমি জানি না যদি কোন ধরণের অনিয়ম প্রমানিত হয় আমরা ব্যবস্থা নিব। এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান প্রকল্পের বিষয়টি যেহেতু এলজিইডি দেখাশুনা করতেছে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভাল বলতে পারবেন, এতে যদি কারো অবহেলার বিষয়টি প্রমানিত হয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।   

এমএসএম / এমএসএম

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল