ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

তাড়াশে দাফন-কাফনে বাধা ও নামাজ পড়ার অপরাধে মসজিদে তালা দেয়ার অভিযোগ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১:৪৫

সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামে লোকজনদের কবরস্থানে দাফন-কাফনে বাধা ও নামাজ পড়ার অপরাধে মসজিদে তালা ও খেলার মাঠে খেলতে বাধা দেয়ায অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ বিভিন্ন দফতরে শতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

গ্রামবাসীর স্বাক্ষরিত অভিযোগ সত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামের ইদগাহ মাঠে নামাজ পড়তে বাধা, পশ্চিমপাড়া ভূমি অফিসসংলগ্ন মালিপাড়া পাঞ্জেগানা ই-নূর-মসজিদে খুৎবা দেয়ার অপরাধে মসজিদ তালাবদ্ধ করা, কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফনে বাধা ও পশ্চিমপাড়ার ছেলেদের খেলার মাঠে খেলতে বাধা দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মালিপাড়া নিবাসী মোফাজ্জাল হোসেন সরকার, পূর্বপাড়া মসজিদ কমিটির সভাপতি এমদাদুল হক আংগুর, মৃত মোকতার হোসেন বিশার ছেলে হেলাল সরকার, মৃত নজেম প্রামাণিকের ছেলে মজেম প্রামাণিক, মৃত জয়নাল সরকারের ছেলে নজরুল ইসলাম, মৃত আব্দুল আজিজুর রহমানের ছেলে জুব্বার হোসেনসহ অনেকে। 

অভিযোগে মোতাহার হোসেন, লোকমান হোসেন, তাজ উদ্দিন, জাহাঙ্গীর প্রাং, আবুল কালাম, মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা গাজী বেল্লাল হোসেনসহ শতাধিক ব্যক্তি বলেন, মালিপাড়া গ্রামটি পুর্ব-পশ্চিম লম্বা। গ্রামে একটি মসজিদ প‍ূর্বপাড়ায় হওয়ায় প্রায় ১ কিলোমিটার হে‍ঁটে বৃদ্ধসহ সকল মুসুল্লির নামাজ পড়তে যেতে হয়। অনেক বৃদ্ধ মানুষ শুক্রবার জুমার নামাজ পড়তে যেতে পারেন না। তাই গত ১০ বছর পূর্বে মালিপাড়া পশ্চিমপাড়া গ্রামের লোকজন একটি মসজিদ নির্মাণ করেন। পরে সেখানে শুক্রবারের নামাজের খুৎবা আদায়ের জন্য গ্রামপ্রধানের অনুমতি চান। কিন্তু সেখানে খুৎবা আদায় করার জন্য কোনো অনুমতি দেননি অভিযুক্ত ব্যক্তিগণ।

 তারা ‍আরো বলেন, কয়েক মাস আগে এই মসজিদে খুৎবা পড়ানো হলে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির যোগসাজশে হেলাল উদ্দিন, নজের প্রাং ও এমদাদুল হক আঙ্গুর মাস্টার, জুব্বারসহ অনেকে এসে মসজিদটিতে তালা মেরে যান। পরে তাদের অনেক অনুরোধ করেও গত কোরবানির ঈদে মসজিদের তালা খুলে দেয়ার জন্য বলা হলে মালিপাড়া গ্রামের বাসিন্দা ও পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এমদাদুল হক আঙ্গুর মাস্টার আমাদের অনুরোধ নাকোচ করে দেন। একপর্যায়ে আমরা গ্রামের দুই শতাধিক লোক নিয়ে আলাদা সমাজ করি। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জাল হোসেন ইদগাহ মাঠে নামাজ পড়তে বাধা, পশ্চিমপাড়া পাঞ্জেগানা নূর-ই-মসজিদে খুৎবা প্রদানে বাধা, কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফনে বাধা ও খেলার মাঠে ছেলেদের খেলতে দিচ্ছেন না। এছাড়া তারা ক্ষমতার দাফটে আমাদের লোকজনদের মারধরের জন্য বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিচ্ছেন। 

এ বিষয়ে অভিযুক্ত নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জাল হোসেন সরকার বলেন, গ্রামের কোন মসজিদে খুৎবা হবে কোন মসজিদে হবে না এটা সমাজপতিরা সিদ্ধান্ত নেবেন। এটা আপনাদের বিষয় নয়। প্রধানরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক। তারা যদি গ্রামের কথা না শুনে আলাদা সমাজ করে তাহলে তো বাধা দেয়া হবেই। 

তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মেজবাউল করিমের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, মসজিদে নামাজে বাধা, কবরস্থানে দাফনে বাধা ও খেলার মাঠে খেলতে বাধা দেয়ার অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বাধা না দিতে বলা হয়েছে। কারণ, মুসলমান হিসেবে ধর্মীয় কাজে বাধা দেয়া ঠিক হবে না। এরপরেও যদি তারা বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা

কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল

ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল

ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি

পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ