ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রাজধানীতে নিজের গায়ে আগুন দিয়ে দগ্ধ তরুণীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ২:২৩

রাজধানীর নিউমার্কেট থানার ধানমন্ডি এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া দগ্ধ তরুণীর মৃত্যু হয়েছে। ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) নামে ওই তরুণী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টায় চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তার শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

মৃত ঈশিতা কামরাঙ্গীরচর নোয়াগাঁও গ্রামের মো. ইদ্রিসের মেয়ে। তার বাবা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কর্মচারী। সেই সূত্রে তারা স্কুলের কোয়ার্টারেই থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

ঈশিতার চাচা মিজানুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাতে পড়ালেখার জন্য ঈশিতার মা নার্গিস বেগম রাগারাগি করে তার (ঈশিতা) ছোট ভাই শাকিলকে মারধর করলে অভিমানে হয়তো নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া অন্য কোনও কারণ নেই বলেও জানান তিনি। পরে রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মারজান মেহজাবিন নামে সিমির এক বান্ধবী জানান, যতটুকু জানতে পেরেছি পারিবারিক ও লেখাপড়া বিষয়ে একটু ডিপ্রেশনে ছিল। সে কারণে হয়তো এ ঘটনাটি ঘটাতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানা নেই।

প্রীতি / প্রীতি

চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

যমুনা ক্লাব লিমিটেডের শুভ উদ্বোধন ও কমিটি গঠন: সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক মোশারফ

আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন৷ তিশা

লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া তৃতীয়বারের মতো সার্ক কালচারাল সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত

গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৯ জানুয়ারি

জাপান-বাংলাদেশ বেসবল ফ্রেন্ডশিপ ম্যাচ–২০২৬

বাংলাদেশ বেতারে আঞ্চলিক পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন মনির হোসেন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

বিদেশি পাসপোর্টধারী ইবিএল চেয়ারম্যানের অর্থ পাচার নিয়ে তদন্তে সিআইডি

সাকরাইনের ডাকে রঙিন আকাশ: পৌষের শেষদিনে পুরান ঢাকায় উৎসবের মহাকাব্য

অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স: মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ