মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শান্তিরহাট বাজার সংলগ্ন রাস্তার বেহাল দশা
চট্টগ্রামের মিরসরাই ঐতিহ্যবাহী শান্তিরহাট বাজার মুখী একটি সড়ক রয়েছে। সড়কের একটি অংশ উপজেলার ২নং হিঙ্গুলি ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডে অবস্থিত । ডোমখালী- বিষুমিয়ার হাট সড়কের ধুম ঘাট হাই স্কুল রোড (প্রকাশ ধাইন্নাবান্দা সড়ক) এর বেহাল দশা । ধুমঘাট বিশ্বরোড থেকে শান্তির হাট রোড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক স্বাধীনতার আগেও ধুমঘাট স্টেশন থেকে অনেক লোক পায়ে হেঁটে এ বাজারে আসতো । স্বাধীনতার আগে কিংবা পরে আজ পর্যন্ত ইটের সলিং হয় নাই ।
মাটির এই সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্ত ও কর্দমাক্ত হওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।যোগাযোগ বিভিন্ন সময় দূর্ভোগে পড়তে হচ্ছে প্রায় ১০ হাজার মানুষের। এ রাস্তা দিয়ে ধুমঘাট হাজী চাঁন মিঞা উচ্চ বিদ্যালয় ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অসংখ্য ছাত্রছাত্রী নিয়মিত যাতায়াত করে। শুষ্ক মৌসুমে যাতায়াত করতে কোন সমস্যা না হলেও বর্ষাকালে এ রাস্তায় সীমাহীন দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কপথে দুটি ছোট ব্রিজ রয়েছে। রাস্তা সংস্কার না হওয়ায় ব্রিজ দুটি অকেজো হয়ে পড়ে আছে। রাস্তা থেকে ব্রিজের উচ্চতা বেশি হওয়ায় কোন যানবাহন চলাচল করতে পারে না। এছাড়াও রাস্তা দুই পাশে ভাঙ্গন ধরেছে। স্থানীয়দের অভিযোগ রাস্তার টেন্ডার হওয়া সত্বেও রাস্তা সংস্কার হয়নি কখনো। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে আসছে। এ রাস্তায় কখনো কোন জনপ্রতিনিধি এক কোদাল মাটি ও দেয়নি।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, শুষ্ক মৌসুমে কোনরকম যাতায়াত করতে পারলেও বর্ষাকালে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। কোন প্রকার যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে কবলিত হয়ে পড়ে আছে। আমরা খুব মানবেতর জীবন যাপন করছি।
স্কুলগামী শিক্ষার্থী নুসরাত জাহান জানান, রাস্তা কর্দমাক্ত হওয়ায় আমাদের ড্রেসে অনেক সময় কাদা লেগে যায়। আমাদের হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়। বিদ্যালয়ে অনেক সময় দেরি করে যেতে হয়।
এই বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম বলেন, আমাদের সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ধুমঘাট থেকে শান্তিরহাট যাওয়ার একমাত্র রাস্তা এটি। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। সড়কটি সংস্কারের জন্য বারবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
এলজিইডি প্রকৌশলী কামরুজ্জামান জানান, গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। সড়কটি অত্র এলাকার জন্য অতীব গুরুত্বপূর্ণ। অতি দ্রুত সড়ক সংস্কার ও মেরামতের আশ্বাস প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহি অফিসার মিনহাজুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পর্কে ইতোমধ্যে আমি জেনেছি। অতি শীঘ্রই রাস্তা পরিদর্শন করে রাস্তা মেরামত ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / এমএসএম
ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক
তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির
আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
Link Copied