মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শান্তিরহাট বাজার সংলগ্ন রাস্তার বেহাল দশা
চট্টগ্রামের মিরসরাই ঐতিহ্যবাহী শান্তিরহাট বাজার মুখী একটি সড়ক রয়েছে। সড়কের একটি অংশ উপজেলার ২নং হিঙ্গুলি ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডে অবস্থিত । ডোমখালী- বিষুমিয়ার হাট সড়কের ধুম ঘাট হাই স্কুল রোড (প্রকাশ ধাইন্নাবান্দা সড়ক) এর বেহাল দশা । ধুমঘাট বিশ্বরোড থেকে শান্তির হাট রোড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক স্বাধীনতার আগেও ধুমঘাট স্টেশন থেকে অনেক লোক পায়ে হেঁটে এ বাজারে আসতো । স্বাধীনতার আগে কিংবা পরে আজ পর্যন্ত ইটের সলিং হয় নাই ।
মাটির এই সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্ত ও কর্দমাক্ত হওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।যোগাযোগ বিভিন্ন সময় দূর্ভোগে পড়তে হচ্ছে প্রায় ১০ হাজার মানুষের। এ রাস্তা দিয়ে ধুমঘাট হাজী চাঁন মিঞা উচ্চ বিদ্যালয় ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অসংখ্য ছাত্রছাত্রী নিয়মিত যাতায়াত করে। শুষ্ক মৌসুমে যাতায়াত করতে কোন সমস্যা না হলেও বর্ষাকালে এ রাস্তায় সীমাহীন দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কপথে দুটি ছোট ব্রিজ রয়েছে। রাস্তা সংস্কার না হওয়ায় ব্রিজ দুটি অকেজো হয়ে পড়ে আছে। রাস্তা থেকে ব্রিজের উচ্চতা বেশি হওয়ায় কোন যানবাহন চলাচল করতে পারে না। এছাড়াও রাস্তা দুই পাশে ভাঙ্গন ধরেছে। স্থানীয়দের অভিযোগ রাস্তার টেন্ডার হওয়া সত্বেও রাস্তা সংস্কার হয়নি কখনো। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে আসছে। এ রাস্তায় কখনো কোন জনপ্রতিনিধি এক কোদাল মাটি ও দেয়নি।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, শুষ্ক মৌসুমে কোনরকম যাতায়াত করতে পারলেও বর্ষাকালে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। কোন প্রকার যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে কবলিত হয়ে পড়ে আছে। আমরা খুব মানবেতর জীবন যাপন করছি।
স্কুলগামী শিক্ষার্থী নুসরাত জাহান জানান, রাস্তা কর্দমাক্ত হওয়ায় আমাদের ড্রেসে অনেক সময় কাদা লেগে যায়। আমাদের হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়। বিদ্যালয়ে অনেক সময় দেরি করে যেতে হয়।
এই বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম বলেন, আমাদের সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ধুমঘাট থেকে শান্তিরহাট যাওয়ার একমাত্র রাস্তা এটি। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। সড়কটি সংস্কারের জন্য বারবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
এলজিইডি প্রকৌশলী কামরুজ্জামান জানান, গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। সড়কটি অত্র এলাকার জন্য অতীব গুরুত্বপূর্ণ। অতি দ্রুত সড়ক সংস্কার ও মেরামতের আশ্বাস প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহি অফিসার মিনহাজুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পর্কে ইতোমধ্যে আমি জেনেছি। অতি শীঘ্রই রাস্তা পরিদর্শন করে রাস্তা মেরামত ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / এমএসএম
তানোরে গভীর রাতে খামার থেকে ছয় গরু চুরি
আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. আব্দুল করিমের যোগদান
বড়াইগ্রামে ওয়ারিশ বঞ্চিত করে প্রতিবন্ধী ভাইসহ বোনদের জমি দখলের অভিযোগ
লাকসামে আল-বুখারী মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল
শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযান: খড়ের গাদায় মিললো সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান
শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮টি বসতঘর
তানোরের মুন্ডুমালা পশুহাটে ময়লার ভাগাড়ের কারনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা
মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়
উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
Link Copied