ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

এসএসসি পরীক্ষার্থীকে ফিল্মি কায়দায় অপহরন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ৪:২৬
এসএসসি পরীক্ষার্থীকে ফিল্মি কায়দায় প্রাইভেটকারে উঠিয়ে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। 
পুলিশ এরইমধ্যে অপহরণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণে জড়িত থাকার অভিযোগে কাউসার মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে।
 সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। 
জানা গেছে, ওই স্কুলছাত্রীর গ্রামের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউপির মৈন্দ গ্রামে। স্কুলছাত্রীর পরিবার বর্তমানে জেলা শহরের মধ্যপাড়ার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।  
স্কুলে আসা যাওয়ার সময় তাকে দীর্ঘদিন ধরে মৈন্দ গ্রামের ধন মিয়ার ছেলে জসিম উদ্দিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এর মধ্যে করোনাভাইরাস মহামারির কারণে স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ থাকে। সম্প্রতি স্কুল খোলা হলে জসিম উদ্দিন পুনরায় ওই ছাত্রীকে উত্যক্ত করা শুরু করে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে জসিমের এক আত্মীয়ের কাছে নালিশ দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিন তার সহযোগীদের নিয়ে গত শনিবার দুপুরে ওই শিক্ষার্থী জেলা শহরের বাসা থেকে বের হয়ে কিছুদুর যাওয়ার পর ছাত্রীকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। 
ওই ছাত্রী রাতে বাসায় ফিরে তার পরিবারকে জানায়, জসিম তার সহযোগীদের নিয়ে প্রাইভেটকারে করে তাকে অপহরণ করে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে সন্ধ্যার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় তাকে প্রাইভেটকার থেকে নামিয়ে দিয়ে চলে যায়।রাতেই ওই তরুণীর মা বাদী হয়ে অপহরণকারী জসিম উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ রোববার রাতে অপহরণে জড়িত থাকার অপরাধে জসিমের বড় ভাই কাউসার মিয়াকে গ্রেফতার করে। সোমবার দুপুরে পুলিশ ওই তরুণীর মায়ের দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ  ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। এরই মধ্যেই কাউছার নামে একজনকে গ্রেফতার করেছি। মূল আসামিসহ বাকীদেরকে গ্রেফতারে করার চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আলোচিত ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী মো. জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বাড্ডা থেকে জসীম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন