এসএসসি পরীক্ষার্থীকে ফিল্মি কায়দায় অপহরন

এসএসসি পরীক্ষার্থীকে ফিল্মি কায়দায় প্রাইভেটকারে উঠিয়ে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।
পুলিশ এরইমধ্যে অপহরণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণে জড়িত থাকার অভিযোগে কাউসার মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ওই স্কুলছাত্রীর গ্রামের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউপির মৈন্দ গ্রামে। স্কুলছাত্রীর পরিবার বর্তমানে জেলা শহরের মধ্যপাড়ার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
স্কুলে আসা যাওয়ার সময় তাকে দীর্ঘদিন ধরে মৈন্দ গ্রামের ধন মিয়ার ছেলে জসিম উদ্দিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এর মধ্যে করোনাভাইরাস মহামারির কারণে স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ থাকে। সম্প্রতি স্কুল খোলা হলে জসিম উদ্দিন পুনরায় ওই ছাত্রীকে উত্যক্ত করা শুরু করে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে জসিমের এক আত্মীয়ের কাছে নালিশ দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিন তার সহযোগীদের নিয়ে গত শনিবার দুপুরে ওই শিক্ষার্থী জেলা শহরের বাসা থেকে বের হয়ে কিছুদুর যাওয়ার পর ছাত্রীকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।
ওই ছাত্রী রাতে বাসায় ফিরে তার পরিবারকে জানায়, জসিম তার সহযোগীদের নিয়ে প্রাইভেটকারে করে তাকে অপহরণ করে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে সন্ধ্যার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় তাকে প্রাইভেটকার থেকে নামিয়ে দিয়ে চলে যায়।রাতেই ওই তরুণীর মা বাদী হয়ে অপহরণকারী জসিম উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ রোববার রাতে অপহরণে জড়িত থাকার অপরাধে জসিমের বড় ভাই কাউসার মিয়াকে গ্রেফতার করে। সোমবার দুপুরে পুলিশ ওই তরুণীর মায়ের দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। এরই মধ্যেই কাউছার নামে একজনকে গ্রেফতার করেছি। মূল আসামিসহ বাকীদেরকে গ্রেফতারে করার চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আলোচিত ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী মো. জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বাড্ডা থেকে জসীম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে
Link Copied