ঢাকা রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে পারিবারিক কলহে পরিবারে ছয় হত্যাকান্ড


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-১০-২০২১ দুপুর ২:৫৩

চট্টগ্রামে পারবিারিক কলহের কারণে পৃথক ঘটনায় দুইটি পরিবারের ছয়টি তাজা প্রাণ হারিয়েছে। দুটি ঘটনায় একই পরিবারের তিনজন করে অল্প সময়ের মধ্যে ৬ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ প্রসাশন চরম আতঙ্কে বিব্রত অবস্থায় পড়েছে বলে জানায়।
জানা গেছে, চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিন জনকে জবাই করে হত্যার ঘটনায় ওই বাড়ির ছেলে সাদেক হোসেন সাদ্দামকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ছাড়া তার স্ত্রী আইনুর নাহারকে পুলিশ আটক করেছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে আপন মা জোছনা আরা (৪৫), বাবা মো.মোস্তাফা সওদাগর(৫৬) ও মেজো ভাই আহমদ হোসেনকে(২৫) হত্যা করে সাদ্দাম। বৃহস্পতিবার বিকালে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত চুরিটি উদ্ধার করেছে। বুধবার রাত ৩টায় উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড়ার মোস্তফা সওদাগরের বাড়িতে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে।
নিহত মো.মোস্তফার ছেলে আলতাফ হোসেন বলেন, ভোর রাতে বড় ভাই সাদেক হোসেন আমাকে ফোন দিয়ে বলেন, “বাড়িতে ডাকাত এসেছিল, বাবা, মা ও মেজো ভাইকে জবাই করে ফেলেছে। তুই তাড়াতাড়ি আয়। তাদের হাসপাতালে নিতে হবে।” আমি বাড়িতে এসে দেখি, বাবা-মা আর  মেজো ভাইয়ের নিথর দেহ ঘরের ভেতর পড়ে আছে। রাতে বাড়িতে বাবা-মা, বড় ভাই ও তার স্ত্রী আইনুর নাহার, তাদের চার বছর বয়সী ছেলে এবং মেজো ভাই আহমদ হোসেন ছিলেন। আমি চাকরির কারণে বারইয়ারহাট মাছের আড়তে থাকি। আমার বাবা কিছু জায়গা-জমি মেজো ভাই আহমদকে দিয়েছিলেন। ওটা নিয়ে বাবা-মায়ের সঙ্গে বড় ভাইয়ের প্রায়ই ঝগড়া হতো। বিষয়টি ইউপি সদস্য মনির আহমদ ভাসানী বলেন, ‘মোস্তফা ওরফে মোস্তফা সওদাগর ভালো মানুষ ছিলেন। সম্প্রতি দুই ছেলেকে বাদ দিয়ে বাড়ির জমিটি ছোট ছেলে, মেয়ে ও স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেওয়ায় বড় ছেলের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। বড় ছেলে ঘরে খরচের টাকা কম দিতো। মেজো ছেলের বিয়ের জন্য টাকা চাওয়ায় আবারও সম্ভবত ঝগড়া হয়েছিল। যার জেরে এমন হত্যাকান্ডের ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ বলেন, ‘এটি একটি হত্যাকান্ড। এখানে ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। ঘরের ভেতর থাকা মোবাইল ফোন, আসবাবপত্র সব পরিপাটি রয়েছে। নিহত মোস্তাফার স্ত্রী জোছনা ও মেজো ছেলে আহমদকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের শরীরে একাধিক জখম আছে। ধারালো ছোরা দিয়ে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সাদেক হোসেন ওরফে সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী আইনুর নাহার পুলিশ হেফাজতে। তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে আসা পিবিআই ও সিআইডি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। এদিকে শুক্রবার সকালে ৯ টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনির এস এস হাউজ নামে একটি ভবনের চারতলার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, মা সুমিতা খাতুন এবং তার দুই সন্তান ছেলে শান এবং মেয়ে মুন। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকসা এলাকায়। ঘটনায় নিহত সুমিতার স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শহিদুল ইসলাম গনমাধ্যমকে জানান, পুলিশ ৯৯৯ ফোন পেয়ে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। এরমধ্যে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। বাকি একজনের বিছানায় পড়েছিল।
তিনি আরও বলেন, সুমিতা খাতুনের স্বামী মুরাদপুর মোড়ে হারবালের বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।স্বামী বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাসায় এসে তিন প্যাকেট বিরিয়ানি দিয়ে যান। এ সময় তার স্ত্রী সুমিতা খানকে বলেন, টাকায় না থাকায় বাজার করতে পারেননি। এরপর রাত নয়টায় দিকে স্বামী বাসায় এসে দরজা বন্ধ পান। পরে বাহির থেকে ডাকাডাকি করে চলে যান। তিনি আরও বলেন, সুমিতা খানের স্বামী আবার রাত ৩টার দিকে বাসায় এসে ডাকাডাকি করেন। তখনও কেউ দরজা খুলেননি। এরপর তিনি বাসার দারোয়ানকে বিষয়টি জানান ও ৯৯৯ নাম্বারে ফোন করেন।
পরে পুলিশ, বাড়ির দারোয়ান ও স্থানীয়রা মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর আরেকটি রুমের দরজা ভেঙে তিনজনের মরদেহ দেখতে পান।

পুলিশের এই কর্মকর্তা জানান, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। 

 

এমএসএম / এমএসএম

মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়লেখায় শীতার্তদের পাশে সহকারি কমিশনার নাঈমা নাদিয়া

‎ফুলছড়িতে শীতার্তদের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

পেশা কৃষি ও ব্যবসা: আবু সাঈদ চাঁদের সম্পদ ৩২ লাখ ৫৫ হাজার টাকা

পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্নের দোকানে দুর্র্ধষ ডাকাতি

রামুতে ১,৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বেনাপোল বন্দরে অভিনব ফরম্যাটে চলছে শুল্কফাঁকি

ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন, ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা, কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল

সীতাকুণ্ডে বিএনপি ও জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মনোনয়ন সংক্রান্ত জটিলতায় জরুরি সাংবাদিক সম্মেলন করেছে ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখা