রংপুর মেডিকেল কলেজে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন
করোনা মোকাবেলায় অসামান্য অবদানের জন্য অ্যানেসথেসিয়া চিকিৎসকদের সম্মান জানিয়ে রংপুর মেডিকেল কলেজে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালিত হয়েছে। আজ(১৬-১০-২১)শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। বক্তৃতা করেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সদরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ অ্যানেসথেসিওলজিস্ট সোসাইটি রংপুরের সভাপতি অধ্যাপক ডাঃ সহিদুর রহমান। এরপর একটি বর্ণাঢ্য র্যালী মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এদিকে করোনা মোকাবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সরঞ্জাম প্রদান করে বেসরকারী উন্নয়ন সংস্থা নোরা হেলথ। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে ১০টি অক্সিজেন কন্সেন্ট্রেটর, ৫টি হাইফ্লো ন্যাজাল কেনুলা, ১ হাজারটি নন-রিব্রিদেবল অক্সিজেন মাস্ক, ১’শটি পালস অক্সিমিটার, ১০টি গ্লুকোমিটার ওয়ান কল প্লাস মেশিন, ৫’শটি ফেসশিল্ড, ১’শটি হাই-ফ্লো ক্যানুলা সেট, ৫০ বক্স হ্যান্ড গ্লাভস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবীর হাতে তুলে দেন নোরা হেলথের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আরেফিন আমল ইসলাম। এতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, গাইনী এন্ড অবস, পেডিয়াট্রিকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম