মেয়ের জামাইয়ের বিরুদ্ধে একাধিক মামলায় ফাঁসানোর অভিযোগ
অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে জিম্মি করে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে শ্বশুর পলিশ সদস্যর বিরুদ্ধে। পুলিশের অবৈধ জোর খাটিয়ে নিজের মেয়ের জামাই ও তার আত্বীয় স্বজনদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ব্যবসায়ী জয় কুমার সুশীল। অভিযোগে জানায়, জয় কুমার সুশীল একজন ব্যবসায়ী। পুলিশ সদস্য শ^শুর শুভেন্দু সরকার তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে আটকে রেখে হুমকি ও নানাভাবে হয়রানি একের পর এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশের অমানবিক চন্দনাইশ থানা পুলিশের নির্মম ও পাশাবিক নির্যাতনে শারীরিক, মানসিক এবং পারিবারিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে।
গত বছরের ১০ আগস্ট শুভেন্দু সরকারের কন্যা জ্যোতির্ময়ী সরকার(২১) এর সাথে বিয়ে হয়। বিবাহের কিছু দিনপর শ্বশুরের চাকরির বদলির আদেশ হলে তিনি পুনরায় কর্মস্থলে থাকার জন্য আমার কাছে মোটা অংকের টাকা চাইলে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করি। এরপর থেকে শুরু হয় বিরোধ। স্ত্রী জ্যোতির্ময়ী সরকার গত ২৫ জানুয়ারি সিএমপি কমিশনার। গত ১ ফেব্রুয়ারি আইজিপি (আইজিপি সিকিউরিটি সেল) অভিযোগ করেন।এপ্রিল গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে উক্ত অভিযোগের তদন্ত স্বাক্ষ্য দেওয়ার কথা বলে আমার স্ত্রীর অভিযোগ জোর পূর্বক প্রত্যাহার করে নেয়। গত ২৪ এপ্রিল রাত ৩ টায় উক্ত রায়ের পরোয়ানা নিয়ে চন্দনাইশ থানারএসআই নিমাই পাল ও এসআই নিতেন এবং সেকেন্ড অফিসার হাসানসহ একদল পুলিশ ফতেয়াবদস্থ আমার বাসায় হাজির হয়। তারা দুটি মাইক্রোবাস নিয়ে আসে এবং কোন কিছু বোঝার আগেই আমার শ্বশুর ও তার আত্মীয় পরিচয়দানকারী জনৈক সনজিত নাথ ও কৃষ্ণপদ দাশ জোর করে আমার স্ত্রী জ্যোতির্ময়ী সরকারকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। থানায় নিয়ে নির্মম নির্যাতন চালান। কোর্টে আনার সময় আমার গলা, বুক ও মুখ দিয়ে রক্তক্ষরণ যখন বেড়ে যায় তখন আমার সাথে থাকা সাব ইন্সপেক্টও ছোটন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের মেইন গেইট সংলগ্ন নোঙর রেস্টুরেন্ট এর সামনে সিএনজি থামিয়ে একটি পানির বোতল ও দুইটি নাপা ট্যাবলেট খেতে দেন। তিনি বোতলের পানি দিয়ে আমার রক্তাক্ত শার্টে লেগে থাকা রক্ত এবং মুখের রক্ত পরিষ্কার করে দেন। এরপর সকাল আটটায় তড়িগড়ি করে কোর্টে চালান করা হয়। পরদিন ২৫ এপ্রিল আমার পিতা সত্য রঞ্জন সুশীল ও আমার আত্মীয়-স্বজনসহ হাটহাজারী থানায় আমার স্ত্রীর খোঁজে গেলে থানার এসআই প্রদীপ চন্দ্র দে এর প্রত্যক্ষ নির্দেশে আমার পিতার কোন অভিযোগ না নিয়ে তাদের থানা থেকে বের করে দেন। পরবর্তীতে আমার পিতা মাতা ও আত্মীয়স্বজন কোন উপায় না দেখে পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউসন) এবং সার্কেল এসপি (পটিয়া) শুভেন্দু সরকারসহ জনৈক সনজিত নাথ তার পূত্রবধুকে উদ্ধারে আইনের সাহায্য প্রার্থনা করে আবেদন করেন। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পরবর্তীতে ২৭ এপ্রিল জেলে থাকাবস্থায় আমার বিরুদ্ধে আমার শ্বশুর তার কন্যা অর্থাৎ আমার স্ত্রী জ্যোতির্ময়ী সরকারকে মানসিক চাপে ফেলে একখানা মিথ্যা মামলা (নং-৩৪(৪)২১ ধারা-নারী শিশু আইনের ১১ (গ)/৩০ ধারা) হাটহাজারী থানায় দায়ের করান। পরবর্তীতে উক্ত মামলায় হাটহাজারী থানার কর্মরত আমার শ^শুরের পরিচিত এসআই প্রদীপ চন্দ্র দে আমি জেল থেকে বের হওয়ার আগেই তড়িগড়ি করে একটি মনগড়া ও মিথ্যা চার্জশীট প্রদান করেন। এদিকে আমি জেলে থাকাবস্থায়ও আমার শ্বশুর বাকলিয়া থানার কতিপয় পুলিশ নিয়ে আমার পিতার বাসায় গিয়ে অহেতুক হয়রানী করে বাসার আসবাবপত্রদিসহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রাদি তছনছ ও ভাঙচুর করে।
এমএসএম / এমএসএম
মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বড়লেখায় শীতার্তদের পাশে সহকারি কমিশনার নাঈমা নাদিয়া
ফুলছড়িতে শীতার্তদের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট
ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
পেশা কৃষি ও ব্যবসা: আবু সাঈদ চাঁদের সম্পদ ৩২ লাখ ৫৫ হাজার টাকা
পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্নের দোকানে দুর্র্ধষ ডাকাতি
রামুতে ১,৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
বেনাপোল বন্দরে অভিনব ফরম্যাটে চলছে শুল্কফাঁকি
ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন, ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা, কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল
সীতাকুণ্ডে বিএনপি ও জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা