ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নজরদারিতে পাবনার গ্রামের হাট


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ১১:৪০

পাবনা জেলার অন্যতম বৃহৎ গ্রাম বাজার সাঁথিয়া উপজেলার বনগ্রাম হাটের ব্যবসায়ীরা প্রায়ই চাঁদাবাজি ও চোরেরা দ্বারা হয়রানির শিকার হন। তবে এখন পুরো বাজারটি ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) নজরদারির আওতায় চলে আসায় বেশ নিরাপদ বোধ করছে বাজার সমিতি। সমিতির নেতৃবৃন্দ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 

এর আগে পাবনা সদর উপজেলার দুবলিয়া হাট এক সপ্তাহ আগে সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছিল। একইভাবে গ্রামীণ অঞ্চলে সুরক্ষা নিশ্চিত করার জন্য শিগগিরই জেলার সব হাট সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনার সম্ভাবনা রয়েছে বলে জেলা পুলিশ প্রশাসন সূত্র জানিয়েছে।

বনগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন মুন্সি বলেন, বনগ্রাম হাট পাবনার অন্যতম প্রধান পল্লী বাজার। চার শতাধিক ব্যবসায়ী নিয়মিত ব্যবসা করেন এবং বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার ব্যবসায়ী সাপ্তাহিক হাট দিবসে বাজারের সাপ্তাহিক লেনদেন ১০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছে যায় হাট দিবসে। কিন্তু ব্যস্ততম ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে প্রায়ই অর্থ ছিনতাই নিয়মে পরিণত হয়েছে। তাই পুলিশ প্রশাসনের সহায়তায় বাজার কমিটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২২ সিসি ক্যামেরা স্থাপন করেছে। বনোগ্রাম হাট ব্যবসায়ীরা পুরো বাজারে সিসি ক্যামেরা স্থাপনের জন্য তহবিলের ব্যবস্থা করেছেন। বাজারে আরো ১০টি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে তাদের।

বাজারের ব্যবসায়ী মো. ফারুক হোসেন বলেন, যদি কোনো অপরাধ সংঘটিত হয় তবে সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এজন্য বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা নিরাপদ বোধ করছেন।

আটাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, কেবল বনগ্রাম হাটেই নয়; আতাইকুলা থানার দুবলিয়া হাটকেও এক সপ্তাহ আগে ১৬টি ক্যামেরা বসিয়ে সিসি ক্যামেরা নজরদারি করা হয়েছে।

ওসি জানান, একই ভাবে পাবনা সদর থানার আতাইকুলা হাট ও পুষ্পপাড়া হাটসহ ব্যস্ত গ্রামীণ বাজারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিগগিরই সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হবে। পাবনা পুলিশ সুপারের নির্দেশে আতাইকুলা পুলিশ সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনতে গ্রামের বাজারগুলো (হাট) প্রথম উদ্যোগ নিয়েছে। ডুবলিয়া হাট এবং বনগ্রাম হাটের ব্যবসায়ীরা ক্যামেরা স্থাপনের জন্য এগিয়ে এসেছিলেন এবং আমার থানার অধীনে আরো দুটি হাট বসবে। এছাড়াও শিগগিরই সব বাজারকে সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হবে।

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, গ্রামীণ বাজারের সব হাট সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনার পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশ জেলার ব্যস্ত গ্রামীণ বাজারগুলোকে সহজেই পর্যবেক্ষণ করবে। এটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সহায়তা করবে।

এমএসএম / জামান

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন

র‌্যাব-১২ এর অভিযানে তাড়াশে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রাকৃতিক সৌন্দর্যের অবিস্মরণীয় অভিজ্ঞতা আরজেএ’র ‘বান্দরবান ভ্রমণ