ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

তানোরে ইউপি নির্বাচনে প্রচারণায় এগিয়ে কে আ’লীগ নাকি স্বতন্ত্র


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ৪:৩৫
রাজশাহীর তানোরের ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামি ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন কৌশলে প্রার্থীরা শুরু করেছে জম্পেশ প্রচারণা। এসব প্রচারণায় আওয়ামী লীগ ৩টি ও স্বতন্ত্র ৪টিতে এগিয়ে রয়েছেন।
 
জানা গেছে, তানোরের কলমা ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন। তবে এখানে প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া ফেলে সাধারণ ভোটারদের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রবীণ নেতা স্বতন্ত্র প্রার্থী খাদেমুন নবী বাবু চৌধুরী।
 
কিন্তু আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাইনুল ইসলাম স্বপন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ও সাধারণ ভোটারদের মাঝে তেমন কোনো সাড়া ফেলতে প্রায় ব্যর্থ হয়েছে। এছাড়াও তাকে নিয়ে ইউপি আওয়ামী লীগে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ফলে এখানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থী বাবু চৌধুরী।কাঁমারগা ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ।এখানে তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক। এখানে ফরহাদকে নিয়ে মতবিরোধ রয়েছে, তিনি এখানো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে মাঠে নামাতে পারেননি। আবার বিএনপির তেমন কোনো শক্ত প্রার্থী না থাকায় বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন মসলেম।
 
বাঁধাইড় ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান।এখানে তার বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী প্রার্থী নাই।
 
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকুন্ঠ সমর্থনে প্রচার-প্রচারণায় তিনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে নির্বাচনী মাঠ নিজের নিয়ন্ত্রণে রেখে প্রচারণা করে চলেছেন। এখানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন আতাউর রহমান।
 
সরনজাই ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মালেক। তবে দলীয়কোন্দল ও মতবিরোধের কারণে তিনি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেও ব্যর্থ হয়েছেন। রয়েছে দলের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী।
 
ফলে এখানে ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খঁন প্রচার-প্রচারণায় এগিয়ে থেকে অনেকটা সুবিধাজনক অবস্থানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তালন্দ ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও চেয়ারম্যান আবুল কাশেম।
 
এখানে তার শক্ত প্রতিপক্ষ হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তার ডান হাত হিসেবে পরিচিত ইউপি যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু। তবে বিএনপির প্রার্থী না থাকায় জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী আক্কাশ আলী বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। পাঁচন্দর ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন। এখানে তার বিপক্ষে তেমন কোনো শক্ত বিদ্রোহী প্রার্থী নাই।
 
এছাড়াও ইউপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন করায় প্রচার-প্রচারণা ও বিজয়ী হবার দৌড়ে তিনি অন্যদের থেকে এগিয়ে রয়েছেন। চাঁন্দুড়িয়া ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান। এখানে তার বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রার্থী না থাকায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষে মাঠে নামায় তিনিও প্রচার-প্রচারণা ও বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন।

এমএসএম / এমএসএম

তানোর বিএনপির আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি হযরত আলী মাষ্টার

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি হওয়া ওষুধ, দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত