আমরা পরিবহন ও সড়কে এখনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি নাই : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা পরিবহন ও সড়কে এখনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি নাই। নিরাপদ সড়কের প্রয়োজনে সরকার পরিবহন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হিসেবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
তিনি আজ বৃহস্পতিবার ওয়েস্টান বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় সড়ক বিভাগ রংপুর ও রাজশাহী জোনে নির্মিত ৩৭ সেতু উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রংপুর সড়ক ভবনে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমার সরকার উন্নয়নে বিশ্বাসী বলে দেশের বিভিন্ন এলাকায় বড় বড় সেতু নির্মাণ করা হচ্ছে। উত্তাঞ্চলে এসব সেতু নির্মিত হওয়ায় যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা যে সকল সেতু নির্মান করছি তাদের মধ্যে পরিবেশ বান্ধব দশটি সেতু রয়েছে ।
৩ হাজার কোটি টাকা ব্যয়ে পুরাতন, জরাজির্ন এসব সেতু সংস্ক্কাার ও নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হবে তিনি জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপান এ্যম্বাসেডর মি. ইতো নাওকি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম,জাইকা বাংলাদেশ অফিস প্রধান প্রতিনিধি মি.ইয়হো হায়াকাওয়া(ৃঔওঈঅ ইধহমষধফবংয ঙভভরপব ঈযরবভ জবঢ়ৎবংবহঃধঃরাব গৎ.ণড়যড় ঐধুধশধধি), সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর এবং রংপুর প্রান্ত থেকে বক্তব্য রাখেন ওয়েস্টান বায়লাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মোহাম্মদ কামরুল হাসান, ভার্চুয়াল এ অনুষ্ঠানে রংপুর প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ফিরোজ হোসেনসহ রংপুর জোনের নির্বাহী প্রকৌশলীরা। অনুষ্টান পরিচালনা করেন নির্বাহী প্রকৌশলী আসফিয়া সুলতানা।
রংপুর সড়ক বিভাগের প্রকৌশলীরা জানান, সড়ক বিভাগ রংপুর অঞ্চলের আওতায় ১০ জেলার ১৯টি সেতুর মধ্যে রংপুর সড়ক বিভাগের আওতায় ৪টি, দিনাজপুর সড়ক বিভাগের আওতায় ৬টি, গাইবান্ধা সড়ক বিভাগের আওতায় ২টি, পঞ্চগড় সড়ক বিভাগের আওতায় ২টি, নীলফামারী সড়ক বিভাগের আওতায় ১টি, জয়পুরহাট সড়ক বিভাগের আওতায় ২টি ও বগুড়া সড়ক বিভাগের আওতায় ২টি সেতেুর উদ্ধোধন করেন।এরমধ্যে ১৯টি সেতু নির্মানে ব্যয় হয়েছে ৫শো ৯২ কোটি ৭৬ হাজার টাকা।সেতুগুলো উন্মোক্ত হওয়ায় সড়ক পথে পণ্য ও যাত্রী পরিবহনদ্রুত সহজ ও নিরাপদ হবে পাশাপাশি,অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি,ব্যবসায় বানিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম