তানোরের সরনজাই ইউনিয়ন
ঋণখেলাপিতে নির্বাচন করতে পারছেন না নৌকার প্রার্থী
রাজশাহীর ন্যাশনাল ব্যাংকে ২৮ লাখ টাকা ঋণখেলাপির দায়ে তানোর উপজেলার সরনজাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আব্দুল মালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে সরনজাই ইউপিতে নৌকা প্রতীকের কোনো প্রার্থী নেই। তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হাজী আবু সাইদ, বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এবং সরনজাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী আব্দুল মালেকসহ চারজন, সংরক্ষিত নারী আসনে একজন ও সদস্য পদে ১৫ জনসহ ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার সকালে তানোর উপজেলা নির্বাচন অফিসে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তানোর নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, উপজেলার কলমা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাপ হোসেন তার সারের ডিলারশিপ থাকায় প্রার্থিতা বাতিল করা হয়। একই কারণে বাঁধাইড় ইউপিতে আ.লীগের বিদ্রোহী গোলাম মোস্তফার প্রার্থিতা এবং একই ইউপিতে ঋণখেলাপির দায়ে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তবে, তারা প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন এ নির্বাচন কর্মকর্তা।
এমএসএম / এমএসএম