সন্দ্বীপে গরীব রোগীদের ভরসাস্থল স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল

যথাসময়ে চিকিৎসকের কাছে পৌঁছাতে না পেরে অনেক লোককে হাত পা হারিয়ে পঙ্গুত্ববরণ করতে হয়েছে। সংকটাপন্ন বহু প্রসুতি মাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিতে গিয়ে জীবিত অবস্থায় স্বজনদের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। অনেক মা আবার নদীর মাঝে ট্রলারে সন্তান প্রসব করে মৃত্যুবরণ করেছেন। দ্বীপের সরকারি স্বাস্থ্যসেবার কাছে অসহায় মানুষ। উপকূলীয় দ্বীপ সন্দ্বীপে প্রায় ৩০ হাজার মানুষের চিকিৎসা সেবাই ডাক্তার ১ জন। একে তো জীবন ঝুঁকির সমুদ্র পারাপার। তার মধ্যে ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাত! এ বিষয়গুলো সন্দ্বীপ সন্তান ইয়ুথ গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত ফিরোজ আলমকে ভাবাতো। তিনি তাঁর ব্যবসায়ীক পার্টনার ইয়ুথ গ্রুপের সাবেক চেয়ারম্যান রেজাকুল হায়দার মঞ্জুসহ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
তাইতো দ্বীপবাসীর আশার আলো হয়ে আবির্ভাব হয় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল। সন্দ্বীপে মানবতার সেবায় গড়ে তোলেন স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন নামে একটি জনকল্যাণধর্মী প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের অর্থ দিয়েই সন্দ্বীপের বিশেষ করে প্রসূতি সেবায় দূর্ভোগ লাঘবে হারামিয়া এলাকার মালেক মুন্সী বাজারের গুপ্তছড়া সড়ক সংলগ্ন দক্ষিণ পাশের সুবিশাল জায়গা জুড়ে নির্মাণ করেন স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল। হাসপাতালসূত্রে জানা গেছে, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল সম্পূর্ণ অলাভজনক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান। এখানে সেবাই মুখ্য। যাকাত ফান্ডে পরিচালিত হবে এটি। যে যাকাত খেতে পারবে তার চিকিৎসা ফ্রি, যার সামর্থ্য আছে সে স্বল্পমূল্যে চিকিৎসা নেবে। কারণ এখানে ডাক্তারদের বেতনসহ অনুসাঙ্গিক খরচ আছে। তাই সামর্থ্যবানদের থেকে শুধু খরচটুকু নেয়া হয়ে থাকে।
এ মহতী উদ্যোগের গর্বিত অংশীধাররা হলেন- প্রয়াত রেজাকুল হায়দার মঞ্জু, প্রয়াত ফিরোজ আলম, আকবর হায়দার মুন্না, আসগার হায়দার মিকু, ফরিদুল আলম ইমন, ফয়সাল আলম রিমন, রেজিনা আলম কলি, খায়রুল মোস্তফা, নাছির উদ্দীন, এম. হাসানউজ্জামান সোহাগ, দিদারুল আলম ও মো: মামুন।
দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীতে গড়ে ওঠা চার তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি যে কারোরই নজর কাড়ে। বিশেষ করে হাসপাতাল ভবনের চারপাশে হরেক রকমের ফুলের বাগান ও খোলামেলা পরিবেশ যে কারোরই মন জুড়াবে।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক হাসপাতালটি আনুষ্ঠানিক সেবা শুরু করে ২০২০ সালের ৫ অক্টোবর, তবে দুঃখের বিষয় হাসপাতালটির উদ্বোধনের আগেই এক স্বপ্নবান পুরুষ ফিরোজ আলম মৃত্যুবরণ করেন, তার চেয়ে আরো পরিতাপের বিষয় ২০২১ সালের ৫ অক্টোবর হাসপতালের ১ম বর্ষ পূর্তির আগেই আরেক স্বপ্নবান পুরুষ রেজাকুল হায়দার মঞ্জু পরপারে পাড়ি জমান। কিন্তু তাদের স্বপ্নের স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল ১ম বর্ষ পেরিয়ে ২য় বর্ষে যাত্রা শুরু করেছে, সেবার মান দ্বিগুণ বৃদ্ধি করে।
গত ৫ অক্টোবর, হাসপাতাল লাউঞ্জে ১ বছর পূর্তি অনুষ্ঠানে কো-অর্ডিনেটর মিজানুর রহমান উপস্থিত সুধী দের উদ্দেশ্য করে ১ বছরের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন- গত ১ বছরে প্রায় ৩ হাজার রোগীর চিকিৎসা বাবদ ৩০ লক্ষ টাকার মতো সাবসিডি দেয়া হয়েছে, তার মধ্য ৩’শ রোগী কে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।
ইতালী, আমেরিকা ও চায়না থেকে অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী স্থাপন করে এবং অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের মান সম্মত চিকিৎসা দেয়া হচ্ছে। জরুরী বিভাগ, ২টি অপারেশন থিয়েটার আছে। পর্যায়ক্রমে গ্যাস্ট্রো এন্ট্রোলজি, বক্ষব্যাধি, শিশু রোগ, চক্ষু, নাক, কান ও গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেড্রিক্স ও নেফ্রোলজি চালু করা হবে। তাছাড়া আধুনিক ও উন্নত প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজিসহ ডায়াগনস্টিক সেবাও চালু করা হয়েছে। এছাড়া আইসিইউ, এনআইসিইউ,, ফিজিওথেরাপিসহ অন্য সব বিভাগ চালুর চিন্তাধারা রয়েছে।
গত ১ বছরে ৫১ হাজার ৬০৭ জন রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। তন্মধ্যে ১৮৫ জন প্রসূতি মা’য়ের সিজার করা হয়েছে আর নরমাল ডেলিভারী হয়েছে ৩৪০ জনের। হাসপতালের ১ম তলায় রয়েছে-জরুরী বিভাগ রিসেপশন, আউটডোর সার্ভিস ও ডেন্টাল ইউনিট। ২য় তলায় রয়েছে-অপারেশন থিয়েটার, গাইনী বিভাগ, মহিলা ওয়ার্ড, কনফারেন্স রুম ও হিসাব শাখা। ৩য় তলায় রয়েছে-ফিজিও থেরাপি, পুরুষ ওয়ার্ড ও কেবিন এবং ৪র্থ তলায় রয়েছে-আবাসন ব্যবস্থা। হাসপাতালে রয়েছেন মোট ৬ জন আবাসিক ডাক্তার এর মধ্য গাইনী ডাক্তার রয়েছেন ২ জন। মোট ৯০ জন স্টাফ মিলে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালটিকে স্বর্ণের মতো ঝকঝকে করে রেখেছেন আর প্রতিনিয়ত রোগীদের সেবা উত্তরোত্তর বেড়েই চলেছে।
এ.কে একাডেমী,গাছুয়া প্রধান শিক্ষক আমিন রসুল খান বলেন, মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায়, চিকিৎসাখাতে দেশের অন্যান্য উপজেলা থেকে পিছিয়ে আছে সন্দ্বীপ। আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সন্দ্বীপের জনগণ। সন্দ্বীপের মানুষের সেই অভাব কিছুটা হলেও লাগোব করতে এগিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম শিল্প পরিবার ইয়ুথ গ্রুপ। আমার রেফারেন্সে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক গরীব রোগীকে জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। ধীরে ধীরে এ হাসপাতাল গরীবের হাসপাতালে পরিণত হচ্ছে। আশা করছি অচিরেই এ হাসপাতাল দ্বীপবাসীর নির্ভরতার প্রতীক হবে।
ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক ফরিদুল আলম ইমন বলেন, লাভের আশায় এ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়নি, সেবাই মূল লক্ষ্য। স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল চিকিৎসা সেবাই সমগ্র বাংলাদেশে যাতে মডেল হতে পারে, সে লক্ষ্যে কাজ করছি আমরা। এছাড়াও এই হাসপাতালে শীঘ্রই নার্সিং হোম চালু করা হবে।
এ প্রসঙ্গে ইয়ুথ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল এর পরিচালক আকবর হায়দার মুন্না বলেন-এ হাসপাতালের স্বপ্ন দ্রষ্টা মরহুম ফিরোজ আলম ও আমার পিতা রেজাকুল হায়দার মঞ্জু’র প্রতিষ্ঠিত স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল এর সুষ্ঠু পরিচালনার মাধ্যমে সন্দ্বীপবাসীদের কাঙ্খিত চিকিৎসা সেবার মান যাতে বিঘিœত না হয় সে বিষয়ে আমার পূর্ণ সহযোগিতা থাকবে এবং এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ও সমৃদ্ধির জন্য আমি আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাবো।
দুই স্বপ্নবান সুহৃদের হাতে গড়া স্বপ্নের স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালটি সুচিকিৎসা ক্ষেত্রে সন্দ্বীপবাসীর ভরসাস্থলে পরিনত হয়ে ওঠুক, এটাই চিকিৎসা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলিত দ্বীপবাসীর একমাত্র প্রত্যাশা।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার
Link Copied