ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুকে খোলা চিঠি

পৌর মেয়র মাসুদুল হক মাসুদের কাছে ‘আকরাম হোসাইন’র যে দাবি


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ৩:১৯

সারাদেশে বইছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নেও আগাম আমেজ বইছে ইউনিয়নজুড়ে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পোস্টার-ব্যানারে জানান দিচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার। এ লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থীরা চাচ্ছেন জনগণের দোয়া ও সমর্থন। 

এদিকে, বর্তমান নিকরাইল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার। যদিও কয়েকমাস আগে তার মেয়াদ শেষ হয়েছে। করোনার কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ায় দায়িত্ব পালন করে আসছেন তিনি। আব্দুল মতিন সরকার গতবারের মতো এবারো আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানা যায়। 

মুহাম্মদ আব্দুল মতিন সরকার ছাড়াও এ ইউনিয়ন হাফ ডজনের মতো চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে ইতিমধ্যে নিজ নিজভাবে প্রচারণা ও গণসংযোগ করছেন। আর এ নিয়েই পুরো ইউনিয়নেরজুড়ে বইছে নানা আলেচনা-সমালোচনার ঝড়। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তবে, শেষ মুহুর্তে ক্ষমতাশীল দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবেন পদপ্রার্থীদেও দাবি।

এসব কিছু মিলিয়ে বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের বিষয়ে ইউপি সদস্য আব্দুল করিম মেম্বার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ‘আকরাম হোসাইন’ নামে এক ব্যক্তি নিকরাইল ইউনিয়ন সাধারণ জনগণের পক্ষে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ’র কাছে যে দাবি জানিয়ে খোলা চিঠি দিয়েছেন তা জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

আমরা নিকরাইল ইউনিয়ন বাসির সকল জনগণের নিকট আব্দুল (মতিন সরকারের) মতো এত জন প্রিয় নেতা নিকরাইল ইউনিয়নে কখনই ছিলো না তার দৃঢ নেতৃত্বে নিকরাইল ইউনিয়ন আজ উন্নয়নের রোল মডেল। পদ্মা নদীর পর যেমন মেঘনার নাম চলে আসে ভূঞাপুর উপজেলার পৌর পিতা বলতেই যেমন আপনার নাম চলে আসে।

আপনাকে ছাড়া অন্য কাউকে ভাবা যায় না, তদ্রুপ নিকরাইল ইউনিয়নে আব্দুল মতিন সরকার ছাড়া আমরা নিকরাইল ইউনিয়নের জনগণও কাউকে ভাবতে পারিনা। আব্দুল মতিন সরকাররের এত জনপ্রিয়তা কেন অনেকেই এই প্রশ্ন করেন এই সবগুলোর উওর আজকে পৌর পিতা আপনার সামনে তুলে ধরছি নিচে: 

১। এই করোনা কালিন সময় যখন আমরা দেখেছি অনেক অসাধু চেয়ারম্যান, মেম্বারদের বিরুদ্ধে গরীবদের হক মেরে খাওয়ার প্রতিযোগিতা তখন আমরা নিকরাইল ইউনিয়ন বাসি দেখেছি এক অন্য রকম চেয়ারম্যান যে কিনা সরকারি সহযোগী শতভাগ জনগণের মাঝে বিতরণ করেই থেমে থাকেননি। নিজের কষ্টে উপার্জনের টাকা এবং সমাজের বিত্তবানদেও থেকে টাকা সংগ্রহ করে সকল মানুষের মাঝে অনুদান দিয়েছেন সকল মানুষের সহযোগী করেছেন কেউ না খেয়ে থাকেননি। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি ভূঞাপুর উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে যদি তুলনা করা হয় করোনা কালীন সময়ে তার মত এত সহযোগিতা অন্য কেউ করেনি। তাই আমরা তাকে পরবর্তী পাঁচ বছরের জন্য আমাদেও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

২। সততার এক অনন্য প্রতীক আব্দুল মতিন সরকার তাকে নিয়ে আমরা ইউনিয়ন বাসি গর্ববোধ করি। তার সময়ে আমরা ইউনিয়ন বাসি পেয়েছি পাকা রাস্তা, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান সংস্কার মূলক উন্নয়ন। নিকরাইল বাজারে হচ্ছে একটি বহুতল ভবন যা বাস্তবায়ন হলে নিকরাইল ইউনিয়নের সকল ব্যবসায়ী পাবে একটি অল্প মূল্যে দোকান আধুনিক এক বাজার পাবো আমরা আর এসব কারণেই আমরা তাকে নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আবারো চাই।

৩। ক্যারিশম্যাটিক এক নেতা হচ্ছেন আব্দুল মতিন সরকার। করোনা কালীন সময়ে তরুণ সমাজ যেন খারাপ পথে না চলে যায় তার জন্য তিনি নিজ খরচায় একটি বিশাল বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন যার মাধ্যমে প্রত্যেক দিন শতশত মানুষ খেলা উপভোগ করেছেন আর তরুণ সমাজ কে করেছেন মাদক মুক্ত করেছেন সাংস্কৃতি মনা।
 
৪। বিগত পাঁচ বছর আমরা পেয়েছি এক দান বীর আব্দুল মতিন সরকারকে বিভিন্ন মসজিদ মাদরাসা করেছেন লক্ষ লক্ষ টাকা অনুদান। তার নির্দেশনায় তার ছোট ভাই আব্দুল (মতিন সরকার) তার নিজের ১৪ লক্ষ টাকা খরচ করে পুনর্বাসন কবরস্থান হাফিজিয়া মাদরাসা কাজ সাময়িক ভাবে চালিয়ে নিয়েছেন সেই টাকা হয়তো উনি এখনও তুলতে পারেননি। কত কত মানুষের মেয়ের বিয়েতে যে উনি আর্থিক সহযোগীতা করেছেন তার হিসেব দেওয়া সম্ভব নয়। হুম এসব কারণেই আমরা আব্দুল মতিন সরকারকে আবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

৫। প্রত্যেক ঈদের আগে শতশত গরিব অসহায় মানুষকে উনি টাকা পয়সা বিভিন্ন প্রকার খাবার দিয়ে উনি অসহায় মানুষের পাশে দাড়িয়ে সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন। ভূঞাপুর উপজেলার অন্য ইউনিয়নে এমন রেকর্ড আছে কিনা আমার জানা নেই। হুম এইজন্যই তাকে আমরা আবার চেয়ারম্যান হিসেবে চাই।

৬। ন্যায় বিচারের এক অনন্য প্রতীক আব্দুল মতিন সরকার তার সময়ে বিগত ৫ বছরে সেই রকম কোন অঘটন উনি ঘটতে দেননি তার ইউনিয়নে আর যদিও কিছু হয়ে থাকে তাহলে উনি তার দৃঢ নেতৃত্বের মাধ্যমে সঠিক বিচার করে জনগণের মনে এক বিশাল জায়গা করে নিয়েছেন। হুম এজন্যই আমরা তাকে আবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

পরিশেষে উপরিক্ত বিষয় গুলো বিবেচনা করে পৌর পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদুল হক মাসুদ এর নিকট আকুল আবেদন থাকবে তৃণমূলের সর্বজন শ্রদ্ধেয় জনপ্রিয় নেতা আব্দুল মতিন সরকারকে নৌকার নমিনেশন দিয়ে নিকরাইল ইউনিয়নের জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে আপনার নেতৃত্বে এটাই আমাদের আশা। প্রিয় পৌর পিতা আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। নিকরাইল ইউনিয়নের সর্ব সাধারণ জনগনের পক্ষে। আকরাম হোসাইন নিকরাইল ইউপি সদস্য করিম মেম্বার নেওয়া।

 

এমএসএম / এমএসএম

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’

বকশীগঞ্জে জুলাই আন্দোলনের ঘটনায় সাবেক এমপি–চেয়ারম্যানসহ ৫৯ নেতার বিরুদ্ধে মামলা

শিক্ষক সংকট, ভোগান্তি ও সাফল্যের গল্প, গোপালগঞ্জের প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

মাধবপুরে সেনাবাহিনীর খাঁচায় শাহআলম

চেয়ারম্যান আশরাফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

গোদাগাড়ীতে FH এরিয়া প্রোগ্রামের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাজশাহীতে এক কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ

বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন