গানে গানে সিআরবি আন্দোলনের প্রতিবাদে শিল্পী হাসান জাহাঙ্গীর

গানে গানে সিআরবি মাতালেন জনপ্রিয় সংগীত শিল্পী হাসান জাহাঙ্গীর; দীর্ঘ তিন মাস ধরে চলছে সিআরবি রক্ষার আন্দোলন। সিআরবি চট্টগ্রামের ফুসফুস। চট্টগ্রামের মানুষ চায়না সিআরবিতে হাসপাতাল হোক । তাই প্রতিনিয়ত চলছে আন্দোলন ,সংগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সিআরবি এলাকা পুনরায় মুখরিত হয়ে ওঠে হাজার হাজার সংগীত প্রেমি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে। বিকেল সাড়ে চারটায় জাগরণের কণ্ঠশিল্পী হাসান জাহাঙ্গীরের কণ্ঠের জাদুতে হাজার হাজার মানুষ সিআরবিতে সমাগত ঘটে। লেখক , আবৃত্তিকার, উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় একক সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান বিশিষ্ট কণ্ঠ শিল্পী, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর।"অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, মুক্তিযোদ্ধার ড. ইদ্রিস, মিডিয়া ব্যক্তিত্ব সারোয়ার আমিন বাবু, কবি হোসাইন কোবির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম জিয়াউদ্দিন, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, সাংবাদিক আমি মুন্না, সবুজ আন্দোলন সংকলনের সম্পাদক তানভির হাসান বিপ্লব, সাংবাদিক নূরুল আজম, আওয়ামী লীগ নেতা তাপস পাল, কবিতা পাঠে অংশ নেন শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ, কবি রাসূ বড়ুয়া, গল্পকার রুনা তাসমিনা, বিআরএফ সিদ্দিকা, নান্টু বড়ুয়া, আজিজা রুপা, সালাম সৌরভ, তানজির শিকদার, রিশাদ তানজির, আজিজা রুপা, কানিজ ফাতেমা প্রমুখ। উল্লেখ্য, সিআরবি রক্ষায় প্রতিবাদী কবিতা নিয়ে সংকলিত" সবুজ আন্দোলন"বইটি করেন নাগরিক সমাজের সদস্য সচিব আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলকে। সংকলনে সারাদেশের নবীন-প্রবীণ ৪১ জন কবি লেখক এর কবিতা ছড়া স্থান পায়। এর মধ্যে তিনজন লেখককে নির্বাচন করা হয় সেরা লেখক হিসেবে। তিনজন লেখক এর হাতে সেরা লেখক সম্মাননা স্মারক তুলে দেন নাগরিক সমাজের পক্ষে ইব্রাহিম হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা ইউনুস সম্পাদক তানভীর হাসান বিপ্লব, আমন্ত্রিত শিল্পী হাসান জাহাঙ্গীর সহ অন্যান্য অতিথিবৃন্দ। তিনজন সেরা লেখক হলেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী ,উপস্থাপক দিলরুবা খানম, কানিজ ফাতেমা ও আজিজা রুপা।সবুজ আন্দোলনের লেখকরা এবং অক্ষরবৃত্ত প্রকাশনের সবাই সবুজ টি-শার্ট পরিধান করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা নিয়ে আসেন। নাগরিক সমাজের আহ্বান আমন্ত্রিত সংগীত শিল্পী হাসান জাহাঙ্গীর প্রথমে নিজের লেখা ও সুর এর দুটি মৌলিক গান দিয়ে দর্শকদের হৃদয়ে নাড়া দেন। এরপর শিল্পী একে একে পরিবেশন করেন সাম্প্রদায়িক চেতনা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত জনপ্রিয় অসংখ্য গান। বিশেষ করে কোটি কোটি মানুষের একটি স্লোগান, বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিষ্টান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙ্গর তোল তোল, কারার ঐ লৌহ কপাট ,আগে কি সুন্দর দিন কাটাইতাম ,গানগুলো উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপহ সাড়া জাগে।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত
