তানোরে মরা গাছে সড়কে ঝুঁকি
রাজশাহীর তানোর-তালন্দ সড়কের দুই পাশে রোপণ করা গাছগুলোর মধ্যে ৮ থেকে ১০টি গাছ মরে গেছে। অত্যন্ত বিপজ্জনকভাবে রয়েছে সেই গাছগুলো। মরে যাওয়া কয়েকটি গাছ আবার হালকা বাতাস ও বৃষ্টিতে হেলেও পড়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী ছোট-বড় যাত্রীবাহী যানবাহন; বিশেষ করে অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান ও বাইসাইকেলের যাত্রীরা আতঙ্কে থাকেন।
শনিবার সকালে তানোর-তালন্দ সড়কের উপজেলা পরিষদ গেট থেকে তালন্দ বাজার পর্যন্ত সড়ক ঘুরে ও চলাচলকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়কে প্রায় হাজারখানেক যাত্রীবাহী ও মালবাহী যান চলাচল করে। রাস্তাটির দুই পাশে থাকা রেইনট্রিসহ বেশ কয়েকটি গাছ শুকিয়ে মরে গেছে। এখন হালকা বাতাসেই সেগুলো ভেঙে পড়ছে। মারা যাওয়া কয়েকটি গাছ বৃষ্টিতে হেলে পড়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে।তালন্দ এলাকার মেহেদি হাসান বলেন, বেশ কয়েক দিন আগে গুবিরপাড়া কালভার্ট সংলগ্ন রাস্তায় মরা একটি গাছের বড় ডাল ভেঙে পড়ে যায়। সেই সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান অটোরিকশার এক চালক। সড়কে নিরাপদে চলাফেরার জন্য তানোর উপজেলাজুড়েই সড়কের পাশে মরে যাওয়া গাছগুলো অতি দ্রুত কর্তৃপক্ষের কেটে ফেলা উচিত।
তানোরে চাপড়া এলাকার সিরাজুল ইসলাম বলেন, তিনি সিএনজিচালিত অটোরিকশা চালান। বেশ কিছুদিন আগে তানোর-তালন্দ সড়কের টিবিএম কলেজের একটু সামনের রাস্তায় বৃষ্টির মধ্যে একটি বড় গাছ উপড়ে পড়ে। এই সময় তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।তানোর এশা মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, তানোর থেকে তালন্দ সড়কের দুই পাশের মরা গাছের ডালগুলো প্রায়ই ভেঙে রাস্তার ওপর পড়ে। যেকোনো সময় সেগুলো পথচারীদের ওপর পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই গাছগুলো দ্রুত কেটে ফেলা উচিত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, জনসাধারণের জানমাল রক্ষার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে শুকিয়ে মরে যাওয়া বিপজ্জনক ঝুঁকিতে থাকা গাছগুলো কেটে ফেলার পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত
ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা
শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার
ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা
বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন
Link Copied