তানোরে মরা গাছে সড়কে ঝুঁকি
রাজশাহীর তানোর-তালন্দ সড়কের দুই পাশে রোপণ করা গাছগুলোর মধ্যে ৮ থেকে ১০টি গাছ মরে গেছে। অত্যন্ত বিপজ্জনকভাবে রয়েছে সেই গাছগুলো। মরে যাওয়া কয়েকটি গাছ আবার হালকা বাতাস ও বৃষ্টিতে হেলেও পড়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী ছোট-বড় যাত্রীবাহী যানবাহন; বিশেষ করে অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান ও বাইসাইকেলের যাত্রীরা আতঙ্কে থাকেন।
শনিবার সকালে তানোর-তালন্দ সড়কের উপজেলা পরিষদ গেট থেকে তালন্দ বাজার পর্যন্ত সড়ক ঘুরে ও চলাচলকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়কে প্রায় হাজারখানেক যাত্রীবাহী ও মালবাহী যান চলাচল করে। রাস্তাটির দুই পাশে থাকা রেইনট্রিসহ বেশ কয়েকটি গাছ শুকিয়ে মরে গেছে। এখন হালকা বাতাসেই সেগুলো ভেঙে পড়ছে। মারা যাওয়া কয়েকটি গাছ বৃষ্টিতে হেলে পড়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে।তালন্দ এলাকার মেহেদি হাসান বলেন, বেশ কয়েক দিন আগে গুবিরপাড়া কালভার্ট সংলগ্ন রাস্তায় মরা একটি গাছের বড় ডাল ভেঙে পড়ে যায়। সেই সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান অটোরিকশার এক চালক। সড়কে নিরাপদে চলাফেরার জন্য তানোর উপজেলাজুড়েই সড়কের পাশে মরে যাওয়া গাছগুলো অতি দ্রুত কর্তৃপক্ষের কেটে ফেলা উচিত।
তানোরে চাপড়া এলাকার সিরাজুল ইসলাম বলেন, তিনি সিএনজিচালিত অটোরিকশা চালান। বেশ কিছুদিন আগে তানোর-তালন্দ সড়কের টিবিএম কলেজের একটু সামনের রাস্তায় বৃষ্টির মধ্যে একটি বড় গাছ উপড়ে পড়ে। এই সময় তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।তানোর এশা মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, তানোর থেকে তালন্দ সড়কের দুই পাশের মরা গাছের ডালগুলো প্রায়ই ভেঙে রাস্তার ওপর পড়ে। যেকোনো সময় সেগুলো পথচারীদের ওপর পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই গাছগুলো দ্রুত কেটে ফেলা উচিত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, জনসাধারণের জানমাল রক্ষার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে শুকিয়ে মরে যাওয়া বিপজ্জনক ঝুঁকিতে থাকা গাছগুলো কেটে ফেলার পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন
পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু
নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন
মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও
জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে
খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা
গজারিয়ায় মাদক সহ আটক ২জন
কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।
নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন
মানিকগঞ্জে অবৈধ দুই ইট ভাটায় অভিযান
৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী
Link Copied