চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের শতাধিক কর্মীর একাধিক চাকুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের শতাধিক কর্মী সিটি কর্পোরেশনের চাকুরীর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করার তথ্য পাওয়া গেছে। এছাড়াও স্থানীয় ওয়ার্ড সচিব ও সুপারভাইজার ও টিম লিডারকে বসে এনে মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন ভাতা নেয়ার সংখ্যাও কয়েক শতাধিক। পরিচ্ছন্ন কর্মী হিসেবে সিটি কর্পোরেশন ও সরকারি অন্য সংস্থায় চাকুরীজীবী হিসেবে সরকারিভাবে বেতন ভাতা, প্লট ফ্ল্যাট সুবিধা নিয়ে কেউ কেউ ধরা পড়ার ভয়ে বিক্রিও করে দিয়েছে।
এরমধ্যে কারো কারো দুটি চাকুরী স্থায়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের চাকুরীর পাশাপাশি একাধিক সরকারি প্রতিষ্ঠানে চাকুরী কারণে সিটি কর্পোরেশন প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা বাড়তি ব্যায় হচ্ছে অন্যদিকে কর্মস্থলে অনুপস্থিত থেকে কর্তৃপক্ষের সঠিক নজরদারীর অভাব ও অব্যবস্থপনার কারণে এমন সুযোগ পাচ্ছে বলে অনেকে জানিয়েছে।
জানা গেছে, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে স্থায়ী অস্থায়ী ৩৬৩৯ জন কর্মী রয়েছে। এরমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মী শার্মন লালা নামের এক কর্মী নন্দনকানন বন বিভাগে চাকুরী করে ৩৯ হাজার টাকা বেতন একই ব্যক্তি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে ১৯ হাজার টাকা নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসছে। এছাড়াও জয় দাশ নামের এক কর্র্মী চট্টগ্রাম জেলা প্রশাসকের বাংলোতে চাকুরী পাশাপাশি সিটি কপোরেশনও স্থায়ী চাকুরী করে আসছে। পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের নামে ভুয়া বিল ভাউছার নামে বেনামে বেতন ভাতা উত্তোলন করার অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশনের মধ্যে সব চেয়ে অনিয়ম অব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে পরিচ্ছন্ন বিভাগ। এ বিভাগে সব চেয়ে বেশী টাকা ব্যায় হচ্ছে কর্পোরেশনের।
এ বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী বলেন, পরিচ্ছন্ন বিভাগের কয়েক হাজার কর্মী রয়েছে তারা দিনরাত পরিশ্রম করে শহরকে পরিস্কার রাখতেছে। তবে কিছু কিছু কর্মী অনুপস্থিত থাকে তবে একাধিক চাকুরীতে যারা আছে তাদের তালিকা করে ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী বলেন, যারা ডেইলী বেতনে চাকুরী করে তারা একাধিক চাকুরী করতে পারে, যে পরিমান বেতন দেয়া হচ্ছে সে বেতন দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব না তবে স্থায়ীভাবে কেউ দুটি চাকুরী যারা করতেছে এ ধরণের তথ্য পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত
