ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাঁশখালীতে মৎস্য আহরণের আগাম প্রস্তুতিতে জেলেরা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:৫৪
বঙ্গোপসাগরে মাছ ধরা সরকারি নিষিদ্ধ সময়কে জাল বুননের ব্যস্ততার মধ্যেদিয়ে পার করে সমুদ্র পানে ছুটে যাওয়ার আগাম প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৎস্য আহরণ কারীরা।
বরিবার সকালে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মৌলবী বাজার,খাটখালী,ছনুয়া,বাংলা বাজার এলাকায় পরিদর্শনকালে স্থানীয় মৎস্য আহরণ কারী(জেলেরা)দীর্ঘ ২২ দিন পর্যন্ত সরকার ঘোষিত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ সময় শেষ হলেই জীবিকার তাগিদে মাছ ধরতে সমুদ্র পানে ছুটে যাওয়ার মানসে জাল বুনন করে আগাম প্রস্তুতি নেয়ার দৃশ্য চোখে পড়ে।
দেশের অন্যতম আয়ের উৎস মৎস্য আহরণ করা।বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে মৎস্য আহরণ কারীর সংখ্যা অনেক।সরকার নির্দিষ্ট কিছু সময়ে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেন।তারই ধারাবাহিকতায় ২২ দিনের জন্যে বঙ্গোপসাগরে মাছ ধরা থেকে বিরত থাকতে বিধিনিষেধ আরোপ করা হয়।আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারি ঘোষিত নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকেন বাঁশখালীর মৎস্য আহরণ কারীরা।তবে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করা একমাত্র অবলম্বন হওয়ায় অনেক জেলে পরিবারের এই সময়কে পার করতে কষ্টসাধ্যে পড়তে হয়।পারিবারিক অভাবের তাড়নায় সরকারি নিষিদ্ধ সময়কে পার করতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয় ওইসব জেলে পরিবারকে।
অপরদিকে বোট মালিকরা লাখ লাখ টাকার পুজি দিয়ে নিজের পারিবারিক উপার্জন ও দেশের উন্নয়নের জন্যে সমুদ্র পানে ছুটে দেয় তাদের বোট গুলো।অনেক সময় আবহাওয়ার বৈরিভাবে বন্যাকবলিত হয়ে নিমিষেই ধ্বংস হয়ে তাদের সেই স্বপ্ন।আবার অনেক সময় জলদস্যুর কবল থেকেও রেহাই পায়না তাদের বোট গুলো।
মাছ ধরতে যাওয়া নিজের আপন জনকেও হারিয়ে ফেলে অনেক জেলে পরিবার।
বিভিন্ন দূর্ঘটনায় যেন তাদের অসহায়ত্বের শেষ নেই।তাছাড়া সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকলে বরফ মিল মালিকদেরও কোটি টাকার লোকসান গুনতে হয়,এমন দূশ্যও কম নয়।
 
তবে এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা দৈনিক সকালের সময় প্রতিবেদককে বলেন,বঙ্গোপসাগরে মাছের প্রজন্ম বাড়াতেই  সরকার নির্দিষ্ট কিছু সময়ের জন্যে সমুদ্রের মাছ ধরা নিষিদ্ধ করন,এবং মাছ ধরা থেকে সম্পূর্ণ ভাবে জেলেদের বিরত থাকতে বিধিনিষেধ আরোপ করা হয়।সেই হিসেবে গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্যে সমুদ্রে মা-ইলিশ সংরক্ষণের জন্যে সমুদ্রে মাছ ধরা বন্ধ  ঘোষণা করা হয়।এই বিধিনিষেধ ব্যক্তি বিশেষ কারো ক্ষতিসাধনের জন্যে নয় বরং তাও দেশ ও জনগণের কল্যাণের জন্যে।
 
তাছাড়া প্রায় সময় সমুদ্রে মা- ইলিশ সংরক্ষণের জন্যে গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সর্বমোট ২২ দিনের জন্যে মৎস্য আহরণ কারীদের  সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকতে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।এই নিষেধাজ্ঞার সোমবার রাত ১২ টা পর্যন্ত থাকবে।বিধিনিষেধের সময় শেষ হওয়ার আগে কেউ সমুদ্রে মাছ ধরতে গেলে সরকারি আইন করার কারণে তাদেরকে আইনের আওতায় এনে জেল- জরিমানা করা হবে।নিষিদ্ধ সময়ে সরকারি তরফ থেকে  মৎস্য আহরণ কারীদের জন্যে চাল,ডাল সহ বিভিন্ন সাহায্য আসে আর ওই সব বরাদ্দের সবটুকু জেলে পরিবার গুলোকে বন্টন দেয়ার জন্যে আমরা ইউনিয়ন পর্যায়ে পৌছে দিয়ে থাকি।সেখান থেকে ইউপি সচিব ও কর্মকর্তা/ কর্মচারীরা জেলে পরিবার পরিবার গুলোকে বন্টন করে দিয়ে থাকে।এসময় তাজকিরা আরো বলেন,২২ দিন সমুদ্রে মাছ ধরা থেকে বিরত জেলে পরিবার গুলোর মধ্যে খুব শিগ্রিই বিজিএফ'র পক্ষ থেকে উপজেলার ৬ হাজার ১'শ ৪২ জেলের পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে।যাহা ইতিমধ্যে আমরা উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিয়েছি,শুধু বরাদ্দের চাল গুলো তুলে ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যরা ওই চাল গুলো তালিকানুযায়ী জেলে পরিবার গুলোর মধ্যে বিতরণ করে দিবে বলেও জানান  তিনি।  

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার