মধুখালীতে হা-ডু-ডু খেলা উদ্বোধন করলেন জেলা চেয়ারম্যান ভোলা মাষ্টার
ফরিদপুর মধুখালীতে আজ বিকাল ৪ ঘটিকার সময় পৌরসভার গোন্দারদিয়া গ্রামে সাতানি মাঠে আনন্দঘন পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্য হারানো দিনের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাস ব্যাপী এই হা-ডু-ডু খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ভোলা মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খেলার প্রধান পৃষ্ঠপোষক এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল।
আজকের ম্যাচে চর মহিশাপুর একাদশ বনাম, লক্ষীনারায়নপুর একাদশ এই দুটি দল অংশ গ্রহন করে। ম্যাচটি পরিচালনা করে নজরুল ইসলাম, ধারাভাষ্যে ছিলেন হাবিবুর রহমান হাবিব ও আব্দুল আলিম কাফি।শত শত দর্শক খেলা উপভোগ করেন।
এমএসএম / এমএসএম