ঢাকা বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে বিএনপি নেতা নৌকা প্রতীক দাবি করায় আ’লীগে ক্ষোভ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ৩:১৪

চট্টগ্রামের বিএনপি নেতা আওয়ামীলীগের দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচন করার চেষ্টায় আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ দেখা দিয়েছে। আওয়ামী লীগের বড় একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপি নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দিতে তৎপর বলে নেতা কর্মীদের অভিযোগ।

জানা গেছে, বিএনপি নেতা কামাল উদ্দীন পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার অনুসারী। উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছিলেন এ বিএনপি নেতা। আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ছনহরা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকায় যুবদলের সাবেক নেতা কামাল উদ্দিনকে আওয়ামী লীগ সাজিয়ে প্রার্থী করার চেষ্টায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও দেখা দিয়েছে। এ ধরণের ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য যারা তৎপর তাদের বিরুদ্ধে দলীয় হাইকমান্ডের কাছে অভিযোগ করেছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান,গত সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী এনামুল হক এনাম, দক্ষিণ জেলা এিনপির সাবেক সভাপতি মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীসহ সিনিয়র নেতাদের সাথে কামাল উদ্দিনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। তবে কোন অদৃশ্য শক্তিতে আওয়ামীলীগে প্রবেশ করেছে কেউ সাহস করে জানাতে পারেননি। গত ১৬ অক্টোবর চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের হাতে ইতোমধ্যে পৌছে গেছে। উপজেলার ১৭ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মতামত নেওয়া হয়। এর মধ্যেও বিএনপি নেতা কামাল উদ্দীন, ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ওসমান আলমদার, ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শামসুুদ্দিন আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার তালুকদার ও আওয়ামীলীগের ফজল আহমদ। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ প্রার্থীদের মতামত গ্রহণ করেন। 

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়ায় ১৭০জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কাছে জমা দেওয়া হয়েছে এবং নৌকা প্রতীক না পেলে বিরোধীতা না করে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার নেন। এর মধ্যে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ছনহরা ইউনিয়নের কামাল উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তৎকালিন বিএনপির মনোনয়ন বোর্ডে কামাল উদ্দীন সাক্ষাৎকার শেষে দলীয় সিদ্ধান্ত মতে জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপুকে মনোনয়ন দিলে কামাল উদ্দীনসহ সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থীকে সমর্থন দিলে বিএনপির প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা বিএনপির কমিটির সদস্য সচিব খোরশেদ আলম জানান, কামাল উদ্দিন ছনহরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। এমনকি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। 

ছনহরা ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ওসমান আলমদার জানিয়েছেন, একজন যুবদল নেতা কিভাবে নৌকা দাবি করেন তা তৃণমূল আওয়ামীলীগের প্রশ্ন। দলে অনুপ্রবেশকারী ব্যক্তির কাছে নৌকা নিরাপদ নয়, দলের মধ্যে কি নেতা কর্মীরা অভাব রয়েছে বিএনপির মানুষকে দলীয় মনোনয়ন দিতে হবে?। এবারও প্রার্থী মনোনয়নে ভুল হলে ছনহরা ইউনিয়নে নৌকার পরাজয় নিশ্চিত।  তবে এ বিষয়ে কামাল উদ্দীন বলেন, আমি নির্বাচন কবর কি করব না সেটা মানসিভাবে এখনো প্রস্তুত না, যেহেতু গতবার করছি সে হিসেবে আওয়ামী লীগের দলীয় সিগন্যাল পেলে দেখা যাবে, সময় এখনো বাকী আছে সামনে দেখার বিষয়, আর আমার মা মারা গেছে বেশী দিন হচ্ছে না এ নিয়ে পারিবারিকভাবে শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সিংগাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

“বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

বাগেরহাটের মোংলায় জালিবোটসহ সকল নৌযান চলাচল বন্ধ ফিরে যাচ্ছে সুন্দরবন দেখতে আসা দেশী-বিদেশী পর্যটক

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

রায়গঞ্জে ভেজাল সার বিক্রি করায় জরিমানা, বিপুল পরিমাণ সার বিনষ্ট

মাদারীপুরে বন্ধক রাখা মোবাইল ছাড়ানোর দ্বন্দ্বে ছুরিকাঘাতে মৃত্যু

মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

ইয়াবা সেবনের সময় যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার

খালেদা জিয়ার স্বরণে দোয়া, মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

শ্রীপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিশেষ টোকেনে নিষিদ্ধ ত্রি -হুইলার রাস্তায়,তবে জানেননা হাইওয়ে ওসি