বাঁশখালীতে পাহাড় ধ্বংসকারী চক্রের ৪ সদস্য আটক
চট্টগ্রামের বাঁশখালীতে প্রশাসনের অভিযানে পাহাড় ধ্বংসকারীদের চক্রের ৪ সদস্যকে আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে।
স্থানীয় প্রভাবশালী কুচক্রী মহল সদস্যরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কেটে দেশের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে মাটি ও বালি বিক্রি করে অবৈধ উপার্জন করে কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন নিয়ে পাহাড় কাটার প্রতিযোগিতায় মেতে উঠেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।কুচক্রী মহল সদস্যরা প্রভাবশালী হওয়ার কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মূখ খোলার সাহস পায়না।রবিবার বিকেলে পাহাড় কাটার সংবাদ পেয়ে ওই এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা।এসময় পাহাড় কাটার সাথে জড়িত চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।মাটি কাটার স্ক্যাবেটর ও মাটি ভর্তি দুটি ট্রাকও জব্দ করে প্রশাসন।পাহাড় কাটার অভিযোগে মাটি ব্যবস্থাপনা আইনের ২০২১ এর ১৫(১) ধারা মোতাবেক তাদেরকে ৫০ হাজার জরিমানা করে প্রশাসন।
এব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী দৈনিক সকালের সময় প্রতিবেদককে জানান,রোববার বিকেলে পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে পাহাড় কাটা চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।এসময় পাহাড় কাটায় ব্যবহৃত স্ক্যাবেটর ও মাটি ভর্তি দু'টি ট্রাকও জব্দ করা হয়েছিলো এবং পাহাড় কাটার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইনের ২০২১ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জরিমানার টাকা আদায় করায় আটক ৪ সদস্যসহ জব্দকৃত গাড়ী গুলো ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।সাঈদুজ্জমান চৌধুরী আরো বলেন,পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ নষ্টকারী ও অবৈধ বালি মাহল চক্রের সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবেনা।সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম