রংপুরে ২ টি ভেজাল ঔষধ কোম্পানীতে মেট্রোপলিটন পুলিশের অভিযান
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে মহানগরীর হারাগাছ ও কোতয়ালী থানা এলাকায় ২ টি ঔষধ কোম্পানীতে অভিযান পরিচালনা করে সর্বমোট ১৫ লক্ষ টাকার ঔষধ জব্দ করা হয়।
১ম অভিযানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ মোতালেব হোসেন, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ ইসলাম, এসআই (নিঃ) স্বপন কুমার এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ হারাগাছ থানাধীন ৯ নং ওয়ার্ডস্থ বাহার কাছনায় অকেমিস্ট বস্থিত ‘বি সান্ত ল্যাবরেটরিজ ইউনানী ফ্যাক্টরি’তে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই করে প্রতিষ্ঠানের পরিবেশের ছাড়পত্র ,ফায়ার সার্ভিসের ছাড়পত্র , কেমিস্ট না থাকা , ঔষধ প্রস্তুতকারী শ্রমিকদের হাতে হ্যান্ড গ্লোভস ও মাস্ক পরিহিত দেখা না যাওয়া। ঔষধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষন না করায় এবং অনুমোদনের বাহিরে ঔষধ উৎপাদন করার অপরাধের দায়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুর এর সহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম এর উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাশপিয়া তাসরিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) ও (গ) ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিক রাশেদুল আনাম প্রামানিক (৩০), সাং- পায়রা চত্ত্বর, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন এবং ত্রুটি সংশোধন না করা অবধি ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।
২য় অভিযানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ মোতালেব হোসেন, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ ইসলাম, এসআই (নিঃ) স্বপন কুমার এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতয়ালী থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ নিউ শালবনে অবস্থিত ‘দি মৌভাষা ইসলামিয়া ঔষধ ফ্যাক্টরি’তে অভিযান পরিচালনা করা হয়।এপ্রতিষ্ঠানের একই ধরনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) ও (গ) ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিক আলহাজ এমদাদুল ইসলাম (৬৫), পিতা- মৃত আলহাজ এমারত উল্ল্যাহ প্রামানিক, সাং-নিউ শালবন মৌভাষা গলি, ওয়ার্ড নং-২৫, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে ৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন এবং ত্রুটি সংশোধন না করা অবধি ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।
এমএসএম / এমএসএম