ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জলাবদ্ধতার নগরীতে এবার নালায় দোকান বসাচ্ছে চসিক!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ২:৪৪

জলাবদ্ধতার অভিশাপে অভিশপ্ত দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে সরকারের প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও এই অভিশাপ যেন পিছু ছাড়ছেনা কিছুতেই।  এই অবস্থায় নগরীর টেক্সটাইল, শেরশাহ কলোনী ও তাঁরা গেইট এলাকায় উন্নয়ন চার্জের নামে প্রতি বর্গফুট ৩ হাজার টাকার বিনিময়ে নালা ও ফুটপাতের উপর ১০০ টি দোকান বরাদ্ধ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এস্টেট ও রাজস্ব শাখা।  এই ঘটনায় স্থানীয় ও বিশিষ্টজনের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে নালা ও ফুটপাতের বাইরে এই দোকান বসবে বলে দাবী করছেন চট্টগ্রাম  সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম। স্থানীয়রা বলছে নালা ও ফুটপাত ছাড়া দোকান বসানোর কোন জায়গা নেই। নাম প্রকাশ না করার শর্তে এই দাবীকে মিথ্যাচার বলে সমালোচনা করছেন অনেকে। অনৈতিক লেনদেনের মাধ্যমে নিজেদের পকেট ভারী করতেই তারা এমনটি করেছে বলেও দাবী তাদের।
 সিটি কর্পোরেশন সুত্রে জানা যায় টেক্সটাইল মোর থেকে রিং রোডের দিকে যেতে রাস্তার পাশে নালা ও ফুটপাতের উপর ৪৮ বর্গফুটের ৬০ টি দোকান বরাদ্দ দেয় চসিক, পরে তাঁরা গেইট ও শেরশাহ কলোনী এলাকায় আরো ৪০ টি দোকান বরাদ্দ দেয়। উন্নয়ন চার্জের নামে প্রতি বর্গফুট ৩ হাজার টাকা আদায় করা হয়েছে।
গত দেড় বছর আগেও নগরের বায়েজিদের চন্দননগরে নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি কপোরেশন। জলাবদ্ধতা নিরসন এবং ফুটপাত দিয়ে সহজে যাতায়াতের জন্য চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন নালা ও ফুটপাতটি দখল মুক্ত করে। চসিকের বর্তমান মেয়র সেই জায়গায় নালা ও ফুটপাতের উপর দোকান নির্মাণের তোরজোর চলাচ্ছে। এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার সাথে সীতাকু-ের সহজ যোগাযোগের জন্য বাইপাস সড়কটি অনেকটা নান্দনিক। দু’পাশে পাহাড় কেটে গড়ে তোলা সড়কটির চন্দননগর এলাকার প্রবেশমুখে সম্প্রতি ৬০টি দোকান গড়ে তোলার প্রস্তুতি চলছে। অভিযোগ উঠেছে, নালা ও ফুটপাতের উপর দোকানগুলো চট্টগ্রাম সিটি কপোরেশনের তত্ত্বাবধানে গড়ে তোলা হচ্ছে। চসিকের কয়েক কর্মকর্তার যোগসাজশে এ দোকান নির্মাণ প্রস্তুতি চলছে।
জানাগেছে, স্থানীয় কতিপয় পাতি নেতাদের   মাধ্যমে দোকানগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতি ফুট ৩ হাজার টাকা করে প্রতি দোকান থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা এবং প্রতি বর্গফুটর ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এছাড়া দোকান বেদে অতিরিক্ত টাকাও নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, দোকান নির্মাণের জন্য এলাকায় রড়, সিমেন্ট, বালি ও ইট আনা হয়েছে ওই এলাকায়। দোকানগুলোর সীমানা নির্ধারণ করে রাখা হয়েছ।
এলাকার একাধিক লোকজন জানান, গত দেড় বছর আগেও চন্দননগর এলাকায় সড়কের দু’পাশে অবৈধভাবে ফুটপাত ও নালা দখল করে সন্ত্রাসীরা দোকানপাট বসিয়ে ভাড়া আদায় করেছে। এতে পথচারীরা ফুটপাত দিয়ে হাটাচলা করতে পারতো না। ফলে অহরহ দূর্ঘটনা ঘটে। এছাড়া নালার উপর অবৈধ দোকানপাট গড়ে উঠায় সামান্য বৃষ্টিতে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে বায়েজিদ রিং রোড এলাকা পানিতে সয়লাব হয়ে যেত। পাহাড়ধ্বসের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটতো।
নালা ও ফুটপাতে চসিকের দোকান বরাদ্দের বিষয়ে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম নাজের হোসাইন বলেন পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বলতার কারনে সামান্য বৃষ্টি ও জোয়ারে চট্টগ্রামের বেশিরভাগ নিম্নাঞ্চল পানবতে তলিয়ে যায়, এই অবস্থায় সামান্য কিছু টাকার জন্য নালা বা ফুটপাতের উপর দোকান বসানোটা চসিকের মতো প্রতিষ্ঠানের পক্ষে বেমানান।  সিডিএ'র মাষ্টার প্ল্যান অনুযায়ী তারা এটা করতে পারেনা, চসিক একটা সেবামুলক প্রতিষ্ঠান অর্থের চেয়ে নাগরিক সেবা তাদের মুখ্য হওয়া উচিৎ। নাগরিক দুর্ভোগ বাড়ে এমন কাজ করা মোটেই উচিৎ নয়। প্রথমত তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্যদের সচেতন করা উচিৎ, তা না করে তারা যেটা করেছে তা নগরবাসীর সাথে বেঈমানির সামিল বলে আমি মনে করি।
উল্লেখ্য এর আগেও দায়িত্বশীলদের দ্বারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নালা দখলের প্রতিযোগীতা দেখা গেছে।

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার