ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ চট্টগ্রামে ১৫ প্রার্থীকে আ’লীগের মনোনয়ন দিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-১০-২০২১ বিকাল ৫:০

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের পক্ষ থেকে ১৫ জন প্রার্থীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে। তালিকাটি বাংলাদেশ আওয়ামী লীগের ইউপি নির্বাচনের মনোনয়ন বোর্ড, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহম্মদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের কাছে পাঠানো হয়েছে। 

জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের ১৫ জনের তালিকার মধ্যে  লোহাগাড়া উপজেলায়  ৩ জন, বাঁশখালীতে ১ জন, পটিয়ায় ৭ জন, সাতকানিয়ায় ২ জন, বোয়ালখালীতে ১ জন, আনোয়ারায় ১জনসহ মোট ১৫ জন। এরমধ্যে পটিয়ার ধলঘাট ইউপি চেয়ারম্যান রনধীর ঘোষ টুটুন, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, দক্ষিণ ভূর্ষিতে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, হাইদাগাওতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিতেন কান্তি গুহ, কচুয়াই ইউপিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঋষি বিশ্বাস, শোভনদন্ডী ইউপিতে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী। আনোয়ারা সদর ইউপিতে অসীম দেব, সাতকানিয়ায় বাজালিয়ায় তাপস নন্দী, চরতি ইউপিতে এডভোকেট প্রদীপ চৌধুরী, বাঁশখালীর সাধনপুর ইউপিতে  শেখর দত্ত,  বোয়ালখালীর আমুচিয়া ইউপিতে  অজিত বিশ্বাস ও কাজল কান্তি দে। লোহাগাড়ায় বড় হাতিয়া জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, বাবলু ও শ্রীনিবাস দাশ। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত কেউ কেউ বর্তমান চেয়ারম্যান পদে রয়েছে গত নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন।   ছাত্র যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রাজু দাশ হিরো বলেন, যাদের নাম দেয়া হয়েছে তারা দলীয়ভাবে মনোনয়ন পাওয়ার যোগ্য এবং বিজয় হওয়ার মত প্রত্যেক জনের জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক রয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে সবাই স্বক্রিয়ভাবে যুক্ত  এর মধ্যে অনেকে গত নির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়ে চেয়ারম্যান নির্বাচতি হয়েছেন। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড় বলেন, আমরা যাদের মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছি তারা যোগ্য প্রার্থী এবং রাজনীতির সাথেও অনেক দিন ধরে যুক্ত ও এসব এলাকায় আমাদের  নিজস্ব ভোট ব্যাংক ৫০% থেকে ৮০% রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর চৌধুরী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি তালিকা দেয়া হয়েছে। তবে তাদের মনোনয়ন বিষয়টি কেন্দ্রীয় নেতারা এবং জেলার দায়িত্বশীল নেতারা সিদ্ধান্ত নিবেন বলে জানান।  

 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

গাজীপুরে আদর্শবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসির যোগদান

মানিকগঞ্জে তদন্ত করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত, আটক -২

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃত শিল্পীরা

আশুলিয়ায় ফেনসিডিল ব্যবসায়ীসহ ৩ জন আটক

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, তিনজন গ্রেপ্তার

চুনতীর ১৯ দিন ব্যাপী মাহফিল মুসলিম উম্মাহর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে