দক্ষিণ চট্টগ্রামে ১৫ প্রার্থীকে আ’লীগের মনোনয়ন দিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের পক্ষ থেকে ১৫ জন প্রার্থীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে। তালিকাটি বাংলাদেশ আওয়ামী লীগের ইউপি নির্বাচনের মনোনয়ন বোর্ড, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহম্মদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের ১৫ জনের তালিকার মধ্যে লোহাগাড়া উপজেলায় ৩ জন, বাঁশখালীতে ১ জন, পটিয়ায় ৭ জন, সাতকানিয়ায় ২ জন, বোয়ালখালীতে ১ জন, আনোয়ারায় ১জনসহ মোট ১৫ জন। এরমধ্যে পটিয়ার ধলঘাট ইউপি চেয়ারম্যান রনধীর ঘোষ টুটুন, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, দক্ষিণ ভূর্ষিতে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, হাইদাগাওতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিতেন কান্তি গুহ, কচুয়াই ইউপিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঋষি বিশ্বাস, শোভনদন্ডী ইউপিতে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী। আনোয়ারা সদর ইউপিতে অসীম দেব, সাতকানিয়ায় বাজালিয়ায় তাপস নন্দী, চরতি ইউপিতে এডভোকেট প্রদীপ চৌধুরী, বাঁশখালীর সাধনপুর ইউপিতে শেখর দত্ত, বোয়ালখালীর আমুচিয়া ইউপিতে অজিত বিশ্বাস ও কাজল কান্তি দে। লোহাগাড়ায় বড় হাতিয়া জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, বাবলু ও শ্রীনিবাস দাশ। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত কেউ কেউ বর্তমান চেয়ারম্যান পদে রয়েছে গত নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। ছাত্র যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রাজু দাশ হিরো বলেন, যাদের নাম দেয়া হয়েছে তারা দলীয়ভাবে মনোনয়ন পাওয়ার যোগ্য এবং বিজয় হওয়ার মত প্রত্যেক জনের জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক রয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে সবাই স্বক্রিয়ভাবে যুক্ত এর মধ্যে অনেকে গত নির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়ে চেয়ারম্যান নির্বাচতি হয়েছেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড় বলেন, আমরা যাদের মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছি তারা যোগ্য প্রার্থী এবং রাজনীতির সাথেও অনেক দিন ধরে যুক্ত ও এসব এলাকায় আমাদের নিজস্ব ভোট ব্যাংক ৫০% থেকে ৮০% রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর চৌধুরী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি তালিকা দেয়া হয়েছে। তবে তাদের মনোনয়ন বিষয়টি কেন্দ্রীয় নেতারা এবং জেলার দায়িত্বশীল নেতারা সিদ্ধান্ত নিবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
মাওঃ আব্দুল জব্বার নুরী ফরাজীর ইন্তেকাল
ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ
নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা
সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন
বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন
মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ