ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাঁশখালী ৫ মাসে কুরআন হেফজ সম্পন্নে রেকর্ড করলো নাদিয়া


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ১:৫৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভা জলদী দারুল করিম মাদ্রাসার হেফজবিভাগের ছাত্রী মাত্র ৫মাসে কুরআন শরীফ হেফজ সম্পন্ন করে রেকর্ড সৃষ্টি করলো নাদিয়া সুলতানা আজিজা।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামের মাওলানা নুরুন্নবী আজিজীর মেয়ে কুরআন শরীফ হিফজকারী নাদিয়া।সে মুলত রায়ছড়া-প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী।"করোনা ভাইরাস" সংক্রমণে সারাবিশ্বে মহামারীতে রূপ নেওয়ার ফলে বিশ্ব জুড়ে আতংক সৃষ্টি হয়।
এমতবস্থায় "করোনা ভাইরাস" সংক্রমণ রোধের দৃঢ়প্রতিজ্ঞায় সরকার মাঠে ময়দানে নিরলস ভাবে কাজ করার পাশাপাশি কোমলমতি শিশু-কিশোরসহ সকল শিক্ষার্থীদের মহামারী সংক্রান্ত থেকে সুরক্ষিত রাখতে সরকারি-বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।দীর্ঘ বন্ধকালিন সময়ে শিক্ষার্থী মহল একধরণের বই বিমুখ হয়ে পড়লেও বিমুখ হয়নি শিক্ষার্থী নাদিয়া।সেই সময়কে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে গেলো বছরের অক্টোবর মাসে পৌরসভাস্থ দারুল করিম মাদ্রাসায় ভর্তি হয়ে শুরু করেন ঐসিগ্রন্থ পবিত্র কুরআন শরীফ মুখস্থ করার কাজ।
তাঁর এমন প্রতিজ্ঞায় যেন সত্যিকারের আলোর পথের সুধা পেলো নাদিয়া।অল্প সময়ে নাজেরা বিভাগ শেষ করে চলতি বছরের ৩০ মে হেফজ শুরু করেন নাদিয়া।এতে সে মাত্র পাঁচ মাস শেষান্তে গেলো ১ নভেম্বর(সোমবার)হেফজ সম্পন্ন করে সফলতা অর্জন করে রেকর্ড সৃষ্টি করলো নাদিয়া।নাদিয়ার সফলতার আনন্দটা শুধু তাঁর মা-বাব ও পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং পুরো বাঁশখালী জুড়ে বইছে সেই আনন্দের সুবাস।
দারুল করীম মাদ্রাসা ও মহিলা হিফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বলেন,একজন স্কুলে পড়ুয়া ছাত্রী খুব কম সময়ে কুরআন শরীফ মুখস্থ করে রেকর্ড সৃষ্টি করার নজির বাঁশখালীতে মনে হয় সর্বপ্রথম ১১ বছর বয়সী নাদিয়া সুলতানা আজিজাই করেছে।ইতিপূর্বে আর কখনো বাঁশখালীতে এমন রেকর্ডের কথা শুনিনি।সে একজন স্কুল পড়ুয়া ছাত্রী হয়ে এমন নজির সৃষ্টি করার বিষয়টি শুধু তার পরিবারকে ধন্য করেননি,ধন্য করেছে শিক্ষার্থী মহলসহ পুরো মুসলিম জাতিকে।এমনকি ত্যাগের বিনিময়ে গড়া আমার শিক্ষা প্রতিষ্ঠান দারুল করীম মাদ্রাসাকেও।সে একজন অত্যন্ত নম্র-ভদ্র ও মেধাবী ছাত্রী।মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে আমি তাঁর মেধাশক্তীকে অনেক পর্যবেক্ষণ করেছি যা সত্যিই প্রশংসাযোগ্য।
মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষিকা মণ্ডলীও আজ আনন্দে আপ্লূত।স্কুল শিক্ষার্থী নাদিয়া সুলতানার কুরআন শরীফ হেফজ সম্পন্ন করার বিষয়টি নাড়া দিবে অনেকের বিবেকে।অনেকে অদূরে তাদের আদরের সন্তানদের কুরআন শরীফ হেফজ করার সৌভাগ্য অর্জনের স্পৃহাও খুঁজে পাবে।করোনাকালীন স্কুল বন্ধ থাকার সময়কে নাদিয়ার বাবা তাঁর মেয়েটিকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যে সৌভাগ্য অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয় বটে।প্রত্যেক মা-বাবাই যেন নাদিয়ার মা-বাবার জীবন থেকে সেই সৌভাগ্য অর্জনের পথ খোঁজে নিয়ে নিজেকে ধন্য করতে পারে সেটাই আমার কাম্য।
উল্লেখ্য জলদী পৌরসভাস্থ দারুল করীম মাদ্রাসার মহিলা হেফজখানায় বর্তমানে ৩ জন মহিলা হাফিজা শিক্ষিকার তত্বাবধানে ৬৫ জন ছাত্রী শিক্ষারত আছেন।৫ জন দক্ষ পুরুষ (হাফেজ)শিক্ষকের মাধ্যমে চলছে পুরুষ শাখায় কুরআন শরীফ শিক্ষাদান।পুরুষ-মহিলাসহ ১১ জন শিক্ষক/শিক্ষিকার তত্ত্বাবধানে অত্র মাদ্রাসায় ২ শতাধিক ছাত্র-ছাত্রীরা অধ্যায়নরত আছেন।তাছাড়া প্রতিবছর হেফাজত সম্পন্ন কারী ছাত্র/ছাত্রীদের পাগড়ী ও সম্মাননা প্রদানী দেশের খ্যাতসম্পন্ন ইসলামিক স্কলারদের উপস্থিতিতেই আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসায় উদযাপন করা হয় বলেও জানান শফকত চাটগামী। 

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন